বাংলাহান্ট ডেস্ক : সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না ভারতের বিখ্যাত শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani)। শেয়ার বাজারে ক্রমাগত রক্তক্ষরণের জেরে রীতিমতো মোটা টাকা লস হয়েছে আদানি গ্রুপের (Adani Group) কর্মকর্তার। এককথায় বলা যায়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের শুরু থেকেই প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে গৌতম আদানিকে। ২০২৫ অর্থবর্ষে আদানি গ্রুপের শেয়ার গত বছরের তুলনায় কমে গিয়েছে ২১%।
গৌতম আদানির (Gautam Adani) ক্ষতি
হিসেব করলে দেখা যাবে এক বছরে ক্ষতি হয়েছে মোট বাজার মূলধনের ৩.৪ লক্ষ কোটি টাকা। গৌতম আদানির (Gautam Adani) কোন কোম্পানি কত টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সেই বিষয়েই আজকে প্রতিবেদনে একটু আলোচনা করা যাক। দেখা যাচ্ছে যে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদানি গ্রিন এনার্জির শেয়ার। বাজার মূলধন এক্কেবারে অর্ধেক হয়ে গিয়েছে। ২.৯০ লক্ষ কোটি টাকা থেকে কমে ১.৪৬ লক্ষ কোটিতে এসে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : আজকের রাশিফল ২৫ মার্চ, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির
একই সময়ে, ২৭% কমে গিয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ারও। তারফলে প্রায় ৯৪,০৯৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ব্যাপক লস (Loss) হয়েছে আদানি পোর্টস এবং এসইজেডেরও। সেক্ষেত্রে বাজার মূলধনও ১১.৪০% কমে ৩৩,০২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম পড়েছে ৩১.৮৪ %। এছাড়াও, ১৮.৯৫ % কমেছে আদানি এনার্জি সলিউশনের শেয়ারের দাম।
আরও পড়ুন : অবশেষে জামিন পেল মাঠে ঢুকে পড়া সেই কোহলি ভক্ত! তবে মানতে হবে “বিরাট শর্ত”
সিমেন্ট কোম্পানিগুলির কথা বলতে গেলে, ACC এবং Ambuja Cements-এর শেয়ারও যথাক্রমে ২৩.১০% এবং ১৫.৯২% কমেছে। পাশাপাশি, ব্যাপক পতন ঘটেছে আদানি গ্রুপের একটি মিডিয়া কোম্পানি এনডিটিভির শেয়ারের দামেও। সেক্ষেত্রেও অঙ্কটা প্রায় ৪১.৫৮% কাছাকাছি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, ট্রাম্পের শুল্ক নীতির জেরেই ভারতীয় শেয়ার বাজার বড়সড় ধাক্কা খেয়েছে। আর সেই কারণেই চাপে পড়েছে গৌতম আদানির ৬টি কোম্পানি।
বিঃদ্রঃ এই প্রতিবেদনে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রের ওপরই ভিত্তি করে দেওয়া হয়েছে। সর্বদা একথা মাথায় রাখবেন যে, শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাংলাহান্ট কিন্তু কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কোনরকম আর্থিক ক্ষতি হলে টিম বাংলাহান্ট কোনভাবেই দায়ী থাকবে না।