বাংলাহান্ট ডেস্ক : ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪-এ শীর্ষে গৌতম আদানি (Gautam Adani)। সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪-এ (Forbes India Rich List) আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে (Gautam Adani) বিবেচিত করা হয়েছে সর্বোচ্চ সম্পদ উপার্জনকারী হিসাবে।
আম্বানিকে টেক্কা আদানির (Gautam Adani)
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি ও সাবিত্রী জিন্দল, ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন এমেরিটাসকে পিছনে ফেলে তালিকার শীর্ষে গৌতম। ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট দাবি করেছে, গৌতম আদানির সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। আদানি গ্রুপের চেয়ারম্যানের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।
সব থেকে বেশি ডলার আয়কারীদের মধ্যে তালিকার এক নম্বরে রয়েছেন গৌতম (Gautam Adani)। তবে এখনো ধনীদের তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি। এই সময়কালে আম্বানির ২ হাজার ৭৫০ কোটি ডলার সম্পদ বৃদ্ধি পেয়েছে। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৯৫০ কোটি মার্কিন ডলার।
আরোও পড়ুন : দ্রোহ কার্নিভাল প্রত্যাহার নয়! উল্টে মুখ্যসচিবকে আমন্ত্রণ ডাক্তারদের! তুমুল শোরগোল
সর্বোচ্চ আয়কারীদের মধ্যে মুকেশ (Mukesh Ambani) তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এই তালিকায় ২০২৩ সালে তৃতীয় স্থানে ছিলেন শিব নাদার। তবে চলতি বছর শিব নাদারকে পিছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সাবিত্রী জিন্দল। ২০২৪ সালে যথাক্রমে ১৩.৯ বিলিয়ন মার্কিন ডলার ও ১৩.৪ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন সুনীল মিত্তাল ও দিলীপ সাংভি।
ফোর্বসের তালিকায় সুনীল ও দিলীপ যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। এই প্রথম ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে ভারতের ১০০ জন ধনীর মোট সম্পদের পরিমাণ। গতবছর যারা ধনীদের তালিকায় ছিলেন তাদের ৮০ শতাংশেরই সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফোর্বস জানাচ্ছে, এই ধনকুবেরদের ২০১৯ সালে যে পরিমাণ সম্পদ ছিল, তা এই বছর দ্বিগুণ হয়েছে।