পিছু ছাড়ছে না অভিযোগ! এবার বড় অ্যাকশন নিচ্ছে আদালত, ফের বিপাকে গৌতম আদানি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের বড়সড় বিপাকে পড়তে চলেছেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। আবারো তিনি আইনি ঝামেলায় জড়াতে চলেছেন বলে খবর। আহমেদাবাদের এক আদালত তাঁকে আইনি নোটিশ পাঠাতে পারে বলে খবর। আমেরিকার সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানির (Gautam Adani) বিরুদ্ধে একটি সমন পাঠিয়েছে বলে খবর। আদালতে এ বিষয়ে নথি পাঠানো হয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে।

আদালতের আইনি নোটিশ গৌতম আদানিকে (Gautam Adani)

জানা যাচ্ছে, মার্কিন কমিশনের তরফে আদানির (Gautam Adani) বিরুদ্ধে যে সমন এসেছে সে বিষয়ে আইনি সহায়তার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে আহমেদাবাদ সেশন কোর্টে। গত ২৫ শে ফেব্রুয়ারি ওই চিঠি গিয়েছে বলে খবর। আদানির (Gautam Adani) কাছে সমনটি পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে। জেলা আদালতের তরফে সমনটি গৌতম আদানির কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর সূত্রের।

Gautam adani in legal trouble again

কী অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে: যেমনটা জানা যাচ্ছে, আমেরিকার ডিস্ট্রিক্ট আদালতে গৌতম আদানি (Gautam Adani) এবং তাঁর ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে আমেরিকার নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট গৌতম আদানি (Gautam Adani) এবং সাগর আদানিকে সমন পাঠিয়েছিল। একটি সোলার পাওয়ার প্রকল্পে কাজ পেতে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছিল আদানিদের বিরুদ্ধে।

আরো পড়ুন : গোপনে খবর পেয়েই শুরু অ্যাকশন! ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিকেশ ১৬ মাওবাদী, মিলল বড় সাফল্য

আগেও পাঠানো হয়েছে নোটিশ: গত বছর ২১ শে নভেম্বর বিষয়টির ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয় আদানিদের। ২১ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল তাঁদের। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছিলেন আদানিরা (Gautam Adani)। তবে অভিযোগ উঠেছিল, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে কাজটি পাওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন। আদানি গ্রিন এনার্জির ডিরেক্টর সাগর আদানি সহ আরো সাত জনের বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগ।

আরো পড়ুন : ভারতীয় হয়েও নীল নয়, এই রঙের পাসপোর্ট ব্যবহার করেন শাহরুখ খান! কারণটা জানেন?

২০ বছরে ওই প্রোজেক্ট থেকে আদানিদের ২ বিলিয়ন ডলার লাভ হতে পারত বলে অভিযোগ। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর তরফে ওই দাবি করা হয় নিউ ইয়র্ক আদালতে। পালটা আদানি গোষ্ঠীর তরফে অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X