ফের শুরু আদানির দাপট! কিনতে চলেছেন অনিল আম্বানির এই বন্ধ কোম্পানি! খরচ হবে ৩,০০০ কোটি

বাংলা হান্ট ডেস্ক: ঋণে জর্জরিত ভারতীয় ধনকুবের অনিল আম্বানির (Anil Ambani) দিন এবার বদলাতে শুরু করেছে। মূলত, এখন তাঁর কোম্পানিগুলির লোকসান কমতে শুরু করেছে। এদিকে, ঋণের বোঝা কমে যাওয়ায় কোম্পানিগুলির শেয়ারও যথেষ্ট ইতিবাচক ফলাফল প্রদর্শন করছে। একই সঙ্গে দেউলিয়া কোম্পানিগুলির অধিগ্রহণেও গতি এসেছে। জানিয়ে রাখি যে, সম্প্রতি অনিল আম্বানি একটি নতুন কোম্পানিও শুরু করেছেন। এত কিছুর মধ্যেই অনিল আম্বানির প্রসঙ্গে সামনে এল আরও একটি বড় সুখবর। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অনিল আম্বানির একটি বন্ধ কোম্পানির এবার ভাগ্য বদলে যেতে চলেছে। মূলত, ওই কোম্পানিকে কেনার প্রস্তুতি নিচ্ছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)।

অনিল আম্বানির (Anil Ambani) এই কোম্পানি কিনবেন আদানি:

আম্বানি-আদানি চুক্তি: প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রুপ বর্তমানে ক্রমশ পাওয়ার সেক্টরে তার পরিধি বাড়ানোর চেষ্টা করছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সেক্টরে আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছেন গৌতম আদানি। মিন্ট-এর রিপোর্ট অনুযায়ী, আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড নাগপুরে অবস্থিত বুটিবোরি থার্মাল পাওয়ার প্ল্যান্ট অধিগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি যে, ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এই পাওয়ার প্ল্যান্ট বিদর্ভ পাওয়ার ইন্ডাস্ট্রিজের অংশ। এদিকে, বিদর্ভ পাওয়ার ইন্ডাস্ট্রিজ হল রিলায়েন্স পাওয়ারের একটি সাবসিডিয়ারি কোম্পানি।

Gautam Adani is going to buy this company of Anil Ambani.

অনিল আম্বানির কোম্পানি কিনবেন আদানি: রিপোর্ট অনুযায়ী, আদানি পাওয়ার বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডের বুটিবোরি থার্মাল পাওয়ার প্ল্যান্ট অধিগ্রহণের জন্য CFM অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির সাথে আলোচনা করছে। এই পাওয়ার প্রজেক্টের মূল্য প্রায় ৬,০০০ কোটি টাকা। তবে, বর্তমানে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে, এখনও পর্যন্ত এই চুক্তির বিষয়ে উভয় সংস্থার কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যদিও, জানা গিয়েছে, আদানির আগে, সজ্জন জিন্দালের কোম্পানি জেএসডব্লিউ এনার্জি লিমিটেডও অনিল আম্বানির (Anil Ambani) এই কোম্পানি কেনার জন্য আগ্রহ দেখিয়েছিল। তবে, ভ্যালুয়েশন এবং অপারেশনাল সমস্যার কারণে সংস্থাটি পিছিয়ে যায়।

আরও পড়ুন: হাঁ করে তাকিয়ে দেখবে চিন! টাটা গ্রুপের সাথে হাত মিলিয়ে ভারত কাঁপাবে Apple, মিলল বিরাট তথ্য

৩,০০০ কোটি টাকায় সম্পন্ন হতে পারে চুক্তি: জানা গিয়েছে যে, আদানি গ্রুপ এই সংস্থাটিকে ৩,০০০ কোটি টাকায় কিনতে পারে। রিপোর্টে বলা হয়েছে, এই চুক্তির মূল্য হতে পারে প্রতি মেগাওয়াটে ৪ থেকে ৫ কোটি টাকা। এদিকে, এখন যেহেতু ওই পাওয়ার প্ল্যান্টে উৎপাদন বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে আদানি কেন বন্ধ কোম্পানিটি কিনতে চাইছে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ যদি এই চুক্তিটি সম্পন্ন করে তবে পাওয়ার সেক্টরে তাদের আরও বিস্তার ঘটবে। ইতিমধ্যেই আদানি গ্রুপ একাধিক পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করছে। আর এইভাবেই তারা সংশ্লিষ্ট সেক্টরে প্রভাব বজায় রাখতে চায়। অনিল আম্বানির (Anil Ambani) পাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তির ফলে আদানির পাওয়ার ভার্টিক্যালের আয়ও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আম্বানি-আদানি-টাটার মধ্যে কে দেন সবথেকে বেশি ট্যাক্স? সামনে এল অবাক করা পরিসংখ্যান

এই খবর আসার সাথে সাথে শেয়ারে প্রভাব দেখা গিয়েছে: এদিকে, এই সংক্রান্ত আপডেট সামনে আসার পরেই রিলায়েন্স পাওয়ারের শেয়ার ক্রমাগত আপার সার্কিটের সম্মুখীন হচ্ছে। রিলায়েন্স পাওয়ারের শেয়ার গত ২ ট্রেডিং দিনে আপার সার্কিটে ছিল। এমনকি, রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৩৪.৫৭ টাকায় পৌঁছে যায়। এই কোম্পানির মার্কেট ক্যাপ ১৩১৭৯ কোটি টাকায় পৌঁছেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর