বাংলা হান্ট ডেস্ক: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি গত জুন মাসেই এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছিলেন। যদিও, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) কিছুদিনের মধ্যেই তাঁকে ছাড়িয়ে যান। তবে, এবার আদানি গ্রুপের সংস্থাগুলির দুর্দান্ত পারফরম্যান্সের কারণে, গৌতম আদানি ফের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে মুকেশ আম্বানির সাথে কড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আম্বানিকে (Mukesh Ambani) কড়া টক্কর দিচ্ছেন আদানি:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) মোট সম্পদ বর্তমানে ১১৪ বিলিয়ন ডলার। এদিকে, গৌতম আদানি ইতিমধ্যেই ১১১ বিলিয়ন ডলারের মোট সম্পদ অর্জন করেছেন। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা মনে করছেন যে আদানি গ্রুপের পারফরম্যান্স এভাবে চলতে থাকলে শীঘ্রই তিনি ফের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারেন।
কে কোন স্থানে রয়েছেন: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানি (Mukesh Ambani) বর্তমানে ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় বর্তমানে তিনি রয়েছেন ১১ নম্বর স্থানে। এদিকে, পরিসংখ্যান অনুযায়ী আম্বানির ঠিক পরেই ১২ নম্বর স্থানে রয়েছেন গৌতম আদানি। জানিয়ে রাখি যে, এই বছর মুকেশ আম্বানির মোট সম্পদ বেড়েছে ১৭.৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, গৌতম আদানির মোট সম্পদ ২৬.৯ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, গত বৃহস্পতিবার, মুকেশ আম্বানির মোট সম্পদ ৬৮৭ মিলিয়ন বেড়েছে। অপরদিকে গৌতম আদানির মোট সম্পদ ২.৯০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Apple-কে আসল দাপট দেখাল ভারত! তৈরি হল নজির, “হাঁ” করে তাকিয়ে থাকল চিন
ভারতের সবচেয়ে ধনী মহিলা: মোট সম্পদের পরিপ্রেক্ষিতে ভারতের এই দুই ধনকুবের ছাড়াও আরও তিনজনের নাম বিশ্বের শ্রেষ্ঠ ৫০ ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন শাপুর মিস্ত্রি। তিনি বর্তমানে ৪১.৮ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী হয়ে এই তালিকায় রয়েছেন ৩৫ নম্বর স্থানে। এদিকে, শিব নাদার ৩৮ বিলিয়ন ডলার সম্পদের পরিপ্রেক্ষিতে রয়েছেন ৪০ নম্বর স্থানে। এর পাশাপাশি সাবিত্রী জিন্দাল ৩৪.৯ বিলিয়ন ডলার সম্পদের ওপর ভর করে এই তালিকায় রয়েছেন ৪৫ নম্বর স্থানে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সাবিত্রী জিন্দাল বর্তমানে ভারতের সবথেকে ধনী মহিলা হিসেবে বিবেচিত হচ্ছেন। এই বছর তাঁর মোট সম্পদ ১০.২ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হলেন ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৮৬.৪ বিলিয়ন ডলার। ধনীদের তালিকায় তিনি রয়েছেন ২০ নম্বর স্থানে।
আরও পড়ুন: এবার বিরাট ঝটকা খাবে Jio-Airtel! এই শহরগুলিতে মিলবে BSNL-এর 5G পরিষেবা, চলছে প্রস্তুতি
ধনকুবেরদের তালিকায় প্রথম দশে কারা রয়েছেন:
১. ইলন মাস্ক- ২৪১ বিলিয়ন ডলার
২. জেফ বেজোস- ২০৭ বিলিয়ন ডলার
৩ বার্নার্ড আর্নল্ট- ১৮২ বিলিয়ন ডলার
৪. মার্ক জুকেরবার্গ- ১৭৭ বিলিয়ন ডলার
৫. বিল গেটস- ১৫৭ বিলিয়ন ডলার
৬. ল্যারি পেজ- ১৫৩ বিলিয়ন ডলার
৭. ল্যারি এলিসন- ১৫২ বিলিয়ন ডলার
৮. স্টিভ বলমার- ১৪৫ বিলিয়ন ডলার
৯. সের্গেই ব্রিন- ১৪৪ বিলিয়ন ডলার
১০. ওয়ারেন বাফেট- ১৩৬ বিলিয়ন ডলার