প্রায় ৯ লক্ষ কোটি টাকা ক্ষতি! বিশ্বের সেরা ধনীর তালিকায় ২ থেকে ২২ এ নামলেন গৌতম আদানি

বাংলাহান্ট ডেস্ক: সময়টা মোটেও ভাল  যাচ্ছে না আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani)। মার্কিন লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা  হিন্ডেনবার্গের রিপোর্টের পর থেকে একের পর এক জিনিস খোয়াচ্ছেন তিনি। শেয়ার বাজারেও নিম্নমুখী আদানির শেয়ারের দর। গত এক সপ্তাহে বিপুল অর্থ খুইয়েছে তারা। প্রতিদিনই গৌতম আদানির সম্পত্তি হ্রাস হচ্ছে। পাশাপাশি, বিশ্বের ধনী ব্যক্তিদের বিভিন্ন তালিকা থেকেও স্থানচ্যুত হচ্ছেন এই ধনকুবের।

আদানি গ্রুপ বাজারে নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু করার আগেই হিন্ডেনবার্গের (Hindenburg) রিপোর্ট কার্যত আছড়ে পড়ে। রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপির অভিযোগ করা হয়। তারা আরও দাবি করে, কারচুপি করেই ধনী হয়েছে আদানি গ্রুপ। কৃত্রিম ভাবে শেয়ারের দর বাড়িয়েছে তারা। এ ভাবে শেয়ার বাজারে লগ্নিকারীদের সঙ্গে প্রতারণা করেছন গৌতম আদানি।

gautam adani

এই রিপোর্টের পরেই ধস নেমে যায় আদানি গ্রুপের (Adani Group) সমস্ত শেয়ারে। বুধবার নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া (FPO) বাতিল করে দেয় আদানি গ্রুপ। ২০ হাজার কোটি টাকার এফপিও বাতিলের পর আরও পড়েছে শেয়ারের দর। বৃহস্পতিবার নতুন করে আদানি এন্টারপ্রাইসেস-এর শেয়ারের দর ১০ শতাংশ পড়ে গিয়েছে। গত ৯ দিনে তাদের শেয়ারের দাম কমেছিল ৩৮ শতাংশ।

আদানি গ্রুপের বাকি সংস্থাগুলির শেয়ারের দামও ১০ শতাংশ করে পড়েছে বৃহস্পতিবার। এর মধ্যে রয়েছে ‘আদানি টোটাল গ্যাস’, ‘আদানি পোর্টস অ্যান্ড সোশ্যাল ইকোনমিক জ়োন’, ‘আদানি গ্রিন এনার্জি’ এবং ‘আদানি ট্রান্সমিশন’। গত ৯ দিনে এই সংস্থাগুলিরও শেয়ারের দাম যথাক্রমে ৫১ শতাংশ, ৩৫ শতাংশ, ৪০ শতাংশ এবং ৩৭ শতাংশ কমেছে। বৃহস্পতিবার ‘আদানি পাওয়ার’ ও ‘আদানি উইলমার’-এর শেয়ারের দর ৫ শতাংশ করে পড়েছে। গত ৯ দিনে তাদের শেয়ারের দাম ২৩ শতাংশ করে কমেছিল।

adani group

গত এক সপ্তাহে আদানিরা প্রায় ৮ লক্ষ ২২ হাজার কোটি টাকা খুইয়েছে। এছাড়াও গৌতম আদানির মোট সম্পত্তিও ৬১.৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় তিনি ১০.৭ বিলিয়ন ডলার খুইয়েছেন। এর ফলে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের থেকেও পিছনে চলে গিয়েছেন আদানি। জুকারবার্গের মোট সম্পত্তি ৬৯.৮ বিলিয়ন ডলার। এর ফলে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও বদল এসেছে।

adani share fall

গত সপ্তাহে এই তালিকায় আদানি তৃতীয় স্থানে ছিলেন। এছাড়াও এশিয়ার ধনীতম ব্যক্তি ছিলেন তিনি। তবে এত ক্ষতির পর সেখানে বদল এসেছে। ফোর্বসের (Forbes) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার গৌতম আদানি ছিলেন ১৬ নম্বরে। এছাড়াও এশিয়ার তৃতীয় ধনীতম ব্যক্তির স্থানে নেমে গিয়েছেন তিনি। শুধু ফোর্বসের তালিকাতেই নয়, ব্লুমবার্গের বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও সেরা ২০-তেও নেই গৌতম আদানি।

এই মুহূর্তে ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইন্ডেক্সে (Bloomberg billionaire index) গৌতম আদানি রয়েছেন ২১ তম স্থানে। গত ২৪ ঘণ্টায় হু হু করে স্থান পরিবর্তন হয়েছে আদানির। জানা গিয়েছে, গত ১০ দিনে ৫২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে গৌতম আদানির। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) তরফে দেশের অন্যান্য ব্যাঙ্কগুলির কাছে আদানিকে দেওয়া ঋণের পরিসংখ্যান চাওয়া হয়েছে। এই গোষ্ঠীকে কোন ব্যাঙ্ক কত টাকা ধার দিয়েছে, তা জানতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর