ফের মুখ থুবড়ে পড়লেন আদানি, একদিনে ২১ হাজার কোটি টাকা খুইয়ে নামলেন ধনী তালিকায় নীচে

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই আশার আলো দেখা যাচ্ছিল গৌতম আদানির (Gautam Adani) ক্ষেত্রে। ক্রমাগত শেয়ারের দামে পতনের পর কিছুটা লাভের মুখ দেখছিল আদানি গ্রুপের অধীনস্থ সংস্থাগুলি। গৌতম আদানির ব্যক্তিগত সম্পত্তিও বৃদ্ধি পাচ্ছিল। তিনিও ফের জায়গা করে নিয়েছিলেন ধনী ব্যক্তিদের তালিকার প্রথম ২৫-এ। তবে মঙ্গলবার ফের তাল কাটল। আবারও আদানি গ্রুপের (Adani Group) শেয়ারের দাম পড়ে গিয়েছে। বুধবারও এই ট্রেন্ড বজায় থাকতে দেখা গিয়েছে। ফলে আবারও ধনী তালিকায় পতন হয়েছে গৌতম আদানির।

গত ২৪ ঘণ্টায় গৌতম আদানির ২.৬ বিলিয়ন ডলার বা ২১ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছএর এর ফলে ধনী ব্যক্তিদের তালিকায় তিনি পৌঁছে গিয়েছেন ২৬ তম স্থানে। ফোর্বস রিয়্যাল টাইম বিলিয়নেয়ার ইন্ডেক্স অনুযায়ী, এই মুহূর্তে গৌতম আদানির মোট সম্পত্তি ৪৫.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে রয়েছে। গত কয়েক দিনে শেয়ারের দাম ঊর্ধমুখী হওয়ায় ধনী ব্যক্তিদের তালিকায় ২১ তম স্থানে পৌঁছে গিয়েছিলেন আদানি। 

adani office

বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিন আদানি গ্রুপের বহু শেয়ারই নিম্নমুখী ছিল। আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশনে লোয়ার সার্কিট বসিয়ে দেওয়া হয়। আদানি পাওয়ারের দাম ছিল ১৯৪.১৫ টাকা। এটি ৪.৯৯ শতাংশ পড়ে গিয়েছিল। আদানি টোটাল গ্যাস ৫ শতাংশ পড়ে হয় ৮৯৯.৮৫ টাকা। আদানি ট্রান্সমিশনের দাম ৫ শতাংশ পড়ে হয় ৮৫৭.১০ টাকা। এর ফলে আদানি গ্রুপের মোট সম্পত্তির সঙ্গে সঙ্গে গৌতম আদানির সম্পত্তিতেও প্রভাব পড়েছে। 

gautam adani

এই সংস্থাগুলি ছাড়াও নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের শেয়ারের দাম পড়ে গিয়েছে। ২.৯১ শতাংশ পড়ে এনডিটিভি-র শেয়ারের দাম হয়েছে ২০৪.৯৫ টাকা। একইসঙ্গে এসিসি সিমেন্টের দাম হয়েছে ১৭১৫ টাকা। এই শেয়ারগুলির দাম পড়লেও আদানি গ্রুপের কয়েকটি সংস্থার শেয়ারের দাম বেড়েছে। যেমন আদানি উইলমারের দাম ১.৪৬ শতাংশ বেড়েছে। আদানি গ্রিন বেড়েছে ৩.২৫ শতাংশ, আদানি এন্টারপ্রাইজ বেড়েছে ১.৪৭ শতাংশ, আদানি পোর্টস ১.৯৮ শতাংশ এবং আম্বুজা সিমেন্ট লিমিটেড বেড়েছে ০.৬১ শতাংশ। 

মঙ্গলবার আদানি গ্রুপের চারটি সংস্থার শেয়ারে লোয়ার সার্কিট দেখা গিয়েছিল। এর মধ্যে ছিল আদানি পাওয়ার, আদানি, ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস এবং এনডিটিভি। এর আগে সোমবার অবধি আদানি গ্রুপের শেয়ার ক্রমশ ঊর্ধমুখী ছিল। আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার এবং আদানি গ্রিন এনার্জির শেয়ার আপার সার্কিটে ছিল। তবে মঙ্গলবার ফের তাল কাটল এই সংস্থাগুলির জন্য।

 

Subhraroop

সম্পর্কিত খবর