অপ্রতিরোধ্য আদানি! এবার বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যবসায়ী

বাংলা হান্ট ডেস্ক: কয়েক সপ্তাহ আগেই বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তকমা পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। এমনকি, এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে এই নজির তৈরি করেন তিনি। তবে, এবার নিজের রেকর্ডকেই ভেঙে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে নিজের স্থান পাকা করে ফেললেন আদানি। ইতিমধ্যেই ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারস-এর তালিকা অনুযায়ী জানা গিয়েছে, গৌতম আদানি মোট ১৫৫.৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের দ্বিতীয় স্থান অর্জন করে ফেলেছেন। পাশাপাশি, তিনি মোট সম্পদের বিচারে হারিয়ে দিয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্টকেও। আপাতত আর্নল্টের সম্পদের পরিমান হল ১৫৫.২ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

ইতিহাস তৈরি করলেন গৌতম আদানি: জানা গিয়েছে, এই তালিকায় প্রথমবারের জন্য কোনো ভারতীয় এই জায়গায় এসে পোঁছেছেন। পরিসংখ্যান অনুযায়ী, আপাতত আদানির সামনে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ ধনী ব্যক্তিদের মোট সম্পদের পরিমান রয়েছে ১০০ বিলিয়ন ডলারের উপরে। যাঁদের মধ্যে ইলন মাস্ক ও আদানি ছাড়াও রয়েছেন বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস (১৪৯.৭ বিলিয়ন ডলার) এবং বিল গেটস (১০৫.৩ বিলিয়ন ডলার)।

এদিকে, ফোর্বস অনুযায়ী জানা গিয়েছে যে, শুক্রবার ৬০ বছর বয়সী ভারতীয় ধনকুবের গৌতম আদানির মোট সম্পদ একলাফে প্রায় ৫.২ বিলিয়ন ডলার বা ৩.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত, আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার বৃদ্ধির কারণেই গৌতম আদানির সম্পদের পরিমান বেড়েছে।

আদানির সম্পদ দ্রুতহারে বাড়ছে: চলতি বছরের ফেব্রুয়ারিতে, গৌতম আদানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হন। এর ঠিক দু’মাস পরে এপ্রিলে, আদানির মোট সম্পদ ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে যায়। এদিকে, জুলাই মাসে তিনি মাইক্রোসফটের বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তকমা পান।

ADANI AMBANI 1

এরপরে গত ৩০ আগস্ট, আদানি ফরাসি বিলিয়নেয়ার বার্নার্ড আর্নল্টকে হারিয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকার প্রথম তিনে নিজের জায়গা দখল করে নেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের অন্য আরেক ধনকুবের মুকেশ আম্বানি আপাতত এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান হল ৯২.২ বিলিয়ন ডলার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর