বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার আসামে শুরু হয়েছে দুই দিনের বিজনেস সামিট। যেখানে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) অ্যাডভান্টেজ আসাম ২.০ সামিটে ভাষণ দিয়েছেন। গৌতম আদানি তাঁর ভাষণে জানান যে, যখনই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন, তখনই তিনি অনুপ্রেরণা পান। এর পাশাপাশি গৌতম আদানি গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম ২.০ সম্মেলনের সময় একটি বড় বিনিয়োগের ঘোষণাও করেছেন।
কি জানিয়েছেন আদানি (Gautam Adani):
গুয়াহাটিতে, গৌতম আদানি প্রধানমন্ত্রী মোদীর (Gautam Adani) “ইনফ্রাস্ট্রাকচার ভিশন”-এর প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের কারণেই তাঁর (প্রধানমন্ত্রী মোদীর) দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশে পরিকাঠামো গড়ে উঠছে। এর পাশাপাশি আদানি গ্রুপ প্রধানমন্ত্রীর ভিশনে অনুপ্রাণিত হয়েই আসামের উন্নয়নে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি।
“গুজরাটের স্ফুলিঙ্গ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়”: গৌতম আদানি (Gautam Adani) আরও বলেছেন যে, “প্রধানমন্ত্রী মোদীর এই দৃষ্টিভঙ্গি ২০০৩ সালে গুজরাট থেকে শুরু হয়েছিল। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টি স্পষ্টভাবে দেখা যায়। একটি ছোট স্ফুলিঙ্গ আজ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে।”
আরও পড়ুন: অর্থনীতি ও উন্নয়নের দিক ভারতকে পেছনে ফেলবে পাকিস্তান! বিরাট দাবি করেই মহা ফাঁপরে শরীফ
আদানি (Gautam Adani) আরও জানান, “প্রধানমন্ত্রী দেশের সমস্ত রাজ্যকে অনুপ্রাণিত করেন। সমস্ত রাজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক রূপান্তরের ক্ষমতা গ্রহণ করেছে। গত দুই দশকে এই ধরণের সম্মেলন প্রত্যাশার অনেক বেশি সাফল্য অর্জন করেছে। আসামকে দেশের দ্রুত উন্নয়নশীল রাজ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত করতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: দেশে নেই শান্তি! অথচ ভারতকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছেন ইউনূস, মাস্কের কাছে করলেন বড় আবেদন
আসামে ৫০,০০০০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আসামে ৫০,০০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করার সময়ে গৌতম আদানি (Gautam Adani) আসামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এই বিনিয়োগ মূলত বিমানবন্দর থেকে শুরু করে অ্যারোসিটি, সিটি গ্যাস এবং সড়ক প্রকল্পগুলিতে লক্ষ্য করবে এবং হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে।