বাংলা হান্ট ডেস্ক: একটানা ছয় দিন পতনের পর, মঙ্গলবার দেশের শেয়ার বাজারে উত্থান পরিলক্ষিত হয়েছে। প্রাথমিকভাবে বাজারে ব্যাপক অস্থিরতা ছিল। কিন্তু হরিয়াণায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা এগিয়ে যাওয়ার সাথে সাথে শেয়ার মার্কেট বৃদ্ধি দেখাতে শুরু করে। এদিকে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) এই বৃদ্ধি থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। মঙ্গলবার আদানি গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পদ ৪.৩৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৬,৫০৫ কোটি টাকা বেড়েছে। এর ফলে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেদের তালিকায় ২ ধাপ লাফিয়ে ১৬ নম্বর স্থানে পৌঁছেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১০১ বিলিয়ন ডলার।
লাভবান হলেন আদানি (Gautam Adani):
এদিকে, মঙ্গলবার এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াংয়ের পরে আদানি সর্বোচ্চ উপার্জনকারী ছিলেন। হুয়াংয়ের মোট সম্পদ ৪.৩৬ বিলিয়ন ডলার বেড়েছে। আপাতত তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১১৬ বিলিয়ন ডলার। জানিয়ে রাখি যে, এই বছর আদানির (Gautam Adani) মোট সম্পদ ১৬.৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির নেট সম্পদও বেড়েছে। তাঁর মোট সম্পদ ২.১২ বিলিয়ন ডলার বৃদ্ধির সাথে ১০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বছর আম্বানির মোট সম্পদ ৯.৯০ ডলার বিলিয়ন বৃদ্ধি পায়। বর্তমানে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১৪ নম্বরে রয়েছেন। আম্বানি ও আদানির (Gautam Adani) মোট সম্পদের মধ্যে এখন মাত্র ৫ বিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে হাইব্রিড মডেল! এই দেশে ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া, কোথায় হবে ফাইনাল?
সেরা দশে কে কে আছেন: এদিকে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্ক ২৫৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন। ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকেরবার্গ ২১০ বিলিয়ন ডলারের মোট সম্পদের ওপর ভর করে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আরও পড়ুন: লোন থেকে শুরু করে EMI; শীঘ্রই আসবে “গুড নিউজ”, কি জানালেন RBI গভর্নর?
এছাড়াও, জেফ বেজোস (২০৬ বিলিয়ন ডলার) তৃতীয় স্থানে, বার্নার্ড আর্নল্ট (১৯১ বিলিয়ন ডলার) চতুর্থ স্থানে, ল্যারি এলিসন (১৮৫ বিলিয়ন ডলার) পঞ্চম স্থানে, বিল গেটস (১৬১ বিলিয়ন ডলার) ষষ্ঠ স্থানে, ল্যারি পেজ (১৪৯ বিলিয়ন ডলার) সপ্তম স্থানে, স্টিভ বলমার (১৪৪ বিলিয়ন ডলার) অষ্টম স্থানে, ওয়ারেন বাফেট (১৪৩ বিলিয়ন ডলার) নবম স্থানে এবং সের্গেই ব্রিন (১৪০ বিলিয়ন ডলার) দশম স্থানে রয়েছেন।