খেল খতম আদানির! একদিনেই কমল ১০ বিলিয়ন ডলারের সম্পত্তি, কোম্পানিগুলির শেয়ারে বিরাট পতন

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার শেয়ার মার্কেট খোলার সাথে সাথেই আদানি গ্রুপের শেয়ারে বিশাল পতন পরিলক্ষিত হয়েছে। যার কারণে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পদেও বিশাল পতন হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র বৃহস্পতিবারেই গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন ডলারের বেশি কমেছে। এর পাশাপাশি গৌতম আদানির ভাই বিনোদ আদানির মোট সম্পদের পরিমাণও কমেছে।

বিরাট ক্ষতি আদানির (Gautam Adani):

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার লিস্ট অনুসারে, ঘুষ ও জালিয়াতির পরিকল্পনার অভিযোগে গৌতম আদানি (Gautam Adani) সহ ৭ জনের বিরুদ্ধে আমেরিকায় তদন্ত শুরু করার পরে, গৌতম আদানির মোট সম্পদ ১০ বিলিয়ন ডলারের বেশি কমে ৫৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে তাঁর ভাই বিনোদ আদানির মোট সম্পদ ৪.৭ বিলিয়ন ডলার কমে ১৫.৫ বিলিয়ন ডলার হয়েছে।

Gautam Adani property is worth 10 billion dollars.

২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ: বুধবার, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আদানি (Gautam Adani) সহ ৬ জনের বিরুদ্ধে সোলার এনার্জির কন্ট্রাক্ট পেতে ভারতীয় আধিকারিকদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার বিষয়ে অভিযুক্ত করেছে। যার ফলে বৃহস্পতিবার শেয়ার মার্কেট খোলার সাথে সাথে আদানি গ্রুপের শেয়ার ২০ শতাংশের বেশি কমেছে। এমতাবস্থায়, আদানি গ্রুপের মোট ১১ টি কোম্পানির মার্কেট ক্যাপ ২.২৫ লক্ষ কোটি টাকা কমে ১২ লক্ষ কোটি টাকা হয়েছে। জানিয়ে রাখি যে, ২০২৩ সালের হিন্ডেনবার্গ রিপোর্টের নেতিবাচক রিপোর্টের পরে আদানি গ্রুপ আজ ফের সবথেকে বড় ধাক্কার সম্মুখীন হল।

আরও পড়ুন: বাপ কা বেটা! এবার মাঠ কাঁপালেন বীরেন্দ্র শেহবাগের পুত্র, ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি

সবচেয়ে বেশি পতন হয়েছে আদানি এন্টারপ্রাইজ ও আদানি সলিউশনের শেয়ারে: জানা গেছে যে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ এবং আদানি এনার্জি সলিউশনের শেয়ারে ২০ শতাংশ পতন পরিলক্ষিত হয়েছে। এছাড়াও, আদানি পোর্ট সহ অম্বুজা সিমেন্ট এবং ACC সিমেন্টের শেয়ার ১০ শতাংশের লোয়ার সার্কিটে আঘাত করেছে। অপরদিকে আদানি টোটাল গ্যাস এবং আদানি পাওয়ারের শেয়ার ১৩ থেকে ১৪ শতাংশ কমেছে।

আরও পড়ুন: নিরাপত্তা শিকেয় উঠেছে পাকিস্তানে! এবার যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসবাদীদের গুলি, প্রাণ হারালেন ৪০ জন

লাইমলাইটে উঠে এসেছেন রাজীব জৈন: এই আবহে বুটিক ইনভেস্টমেন্ট ফার্ম জিকিউজি পার্টনারসও শিরোনামে উঠে এসেছে। মূলত, ২০২৩ সালে হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পরে, এই কোম্পানির মালিক রাজীব জৈন আদানির শেয়ারগুলিতে কৌশলগত বিনিয়োগ করেছিলেন। এমতাবস্থায়, অস্ট্রেলিয়ান এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি জিকিউজি পার্টনারসের শেয়ারেও ২৬ শতাংশের পতন রেকর্ড করা হয়েছে। অপরদিকে, সংস্থাটি আদানি হোল্ডিং সম্পর্কিত রিভিউর ঘোষণা করেছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর