বিশ্বের ধনকুবেরদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন গৌতম আদানি, পেছনে ফেললেন ওয়ারেন বাফেটকেও

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরদের তালিকায় ভারতীয়দের আধিপত্য ফের বজায় রয়েছে। বরং, বলা ভালো দুই ভারতীয় শিল্পপতি এই তালিকায় তাঁদের আধিপত্য ক্রমাগত বাড়াচ্ছেন। বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি শীর্ষ ধনকুবেরদের এই তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন। যা নিঃসন্দেহে তাঁর জন্য একটি বড় কৃতিত্ব। এমনকি, তিনি মোট সম্পদের বিচারে ওয়ারেন বাফেটকেও ছাড়িয়ে গেছেন। অন্যদিকে অষ্টম স্থানে উঠে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

আদানির মোট সম্পদ ১২৩ বিলিয়ন ডলার:
গৌতম আদানি ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছেন। বিশ্বের কোটিপতিদের মধ্যে ভারতীয়দের পতাকা উঁচু করে তিনি এখন পঞ্চম স্থানে রয়েছেন। এই প্রসঙ্গে ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, আদানি বর্তমানে ১২৩ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী।

এদিকে, এই স্থানে থাকা ওয়ারেন বাফেট ১২১.৭ বিলিয়ন ডলারের সম্পদের সাথে বর্তমানে ষষ্ঠ স্থানে নেমে এসেছেন। এখন আদানির আগে এই তালিকায় রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট এবং বিল গেটস। যদিও, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের থেকে মাত্র ৭ বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছেন গৌতম আদানি।

বাজার পতনের মধ্যেও আদানির শেয়ার স্বমহিমায় উজ্জ্বল:
উল্লেখযোগ্যভাবে, শেয়ারবাজারে ব্যাপক পতনের মধ্যেও ভারত ও এশিয়ার সবচেয়ে ধনশালী ব্যক্তি গৌতম আদানির সাতটি কোম্পানির মধ্যে পাঁচটির শেয়ারের দাম ক্রমশ বাড়ছে। আদানি পাওয়ার এবং আদানি উইলমারের শেয়ার চার শতাংশের বেশি বেড়েছে। এছাড়াও, আদানি পাওয়ারের স্টক আপার সার্কিট স্পর্শ করেছে এবং এর সাথে কোম্পানির মার্কেট ক্যাপ ১ লক্ষ কোটি টাকার উপরে পৌঁছেছে।

শুধু তাই নয়, আদানি গ্রুপের ষষ্ঠ কোম্পানি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে এটি। গত এক মাসে আদানি পাওয়ারের স্টক ১০৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি কোম্পানির শেয়ার এই মাসে ৪৬ শতাংশ এবং এই বছর ১৬৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সোমবার, এটি বিএসইতে ৪.৭১ শতাংশ বেড়ে ২৭১.৪০ টাকায় ট্রেড করছে। এর সাথে এর মার্কেট ক্যাপ ১,০৪,৬৫৮.০৪ কোটি টাকায় পৌঁছেছে।

অষ্টম স্থানে পৌঁছেছেন মুকেশ আম্বানি:
এদিকে, গৌতম আদানি যখন বিলিয়নেয়ারদের তালিকায় উপরের দিকে উঠছেন তখন অন্য আর এক ভারতীয় বিজনেস টাইকুন মুকেশ আম্বানিও তাঁর উপস্থিতি জানান দিচ্ছেন সকলকে। বর্তমানে মুকেশ আম্বানি ১০৩.৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে পৌঁছেছেন।

যদিও, বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, ফেসবুকের মার্ক জুকারবার্গ ক্রমশ এই তালিকায় নিচের দিকে নেমে যাচ্ছেন। শুধু তাই নয়, তিনি ইতিমধ্যেই ধনকুবেরদের শীর্ষ দশজনের তালিকা থেকে বাদও পড়েছেন। এখন তাঁর সম্পদের পরিমান কমে হয়েছে ৬৬.১ বিলিয়ন ডলার। এছাড়াও, বর্তমানে তিনি রয়েছেন ১৯ তম স্থানে।

প্রথম স্থান অধিকার করেছেন ইলন মাস্ক:
টেসলার সিইও ইলন মাস্ক বিশ্বের শীর্ষ বিলিয়নেয়ারদের মধ্যে প্রথম স্থান ধরে রেখেছেন। ২৬৯.৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন মাস্ক। অপরদিকে, অ্যামাজনের জেফ বেজোস ১৭০.২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়াও, ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট ১৬৬.৮ বিলিয়ন ডলার এবং মাইক্রোসফ্টের বিল গেটস ১৩০.২ বিলিয়ন ডলারের সম্পদের সাথে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন।

Gautam Adani

এদিকে, অন্যান্য বিলিয়নেয়ারদের মধ্যে, ল্যারি এলিসন ১০৭.৬ বিলিয়ন ডলারের সম্পদ সহ সপ্তম স্থানে রয়েছেন। ১০২.৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে ল্যারি পেজ রয়েছেন নবম স্থানে এবং সের্গেই ব্রিন ৯৮.৫ বিলিয়ন ডলারের মালিক হয়ে এই তালিকায় দশম স্থানে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর