নতুন এক IPO আনছেন গৌতম আদানি, সামান্য টাকা লাগিয়ে সহজেই হতে পারেন মালামাল

বাংলাহান্ট ডেস্ক : গৌতম আদানি (Gautam Adani)। ভারত তথা বিশ্বের কোটিপতিদের মধ্যে থাকা প্রথম সারির নাম। মোটা মুনাফা লাভের আশায় প্রতিবারই তিনি নতুন নতুন কিছু পরিকল্পনা করে থাকেন। এবারেও আদানি গ্রুপের (Adani Group) আরেকটি কোম্পানি গৌতম আদানি-সমর্থিত আদানি ক্যাপিটালের তরফে IPO আনার কথা বিশেষ করে ভাবা হচ্ছে অর্থাৎ শেয়ারবাজারে নক করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, বিশ্বে চতুর্থ ধনী ব্যক্তি গৌতম আদানি ইতিমধ্যেই আইপিওর মাধ্যমে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন৷ শুধু তাই নয়, আইপিও চালু করার মধ্য দিয়ে ২০২৪ সালের প্রথম দিকেই স্টক এক্সচেঞ্জের তালিকায় আদানি ক্যাপিটালের নাম উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

   

জানা গিয়েছে, ২০১৭ সালে শুরু হওয়া আদানি ক্যাপিটাল ৩০,০০০ টাকা থেকে ৩০ লক্ষ টাকার ঋণের পরিপ্রেক্ষিতেই মার্কেটে কাজ করার পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি, এই নন-ব্যাঙ্কিং আর্থিক কোম্পানিটির ১০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনাও আছে। এটি আইপিওর মাধ্যমে ২০০ কোটি ডলার মূল্যায়নের লক্ষ্যমাত্রা রাখছে বলেও সূত্রের খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, আদানি গ্রুপের ৭টি কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে। ইতিমধ্যেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে আদানি গ্রুপের ৭টি কোম্পানিই। আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাসের পাশাপাশি আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি উইলমার এবং আদানি এন্টারপ্রাইজ তাদের বিনিয়োগকারীদের হাতে মাল্টিব্যাগার রিটার্ন তুলে দিয়েছে। এখন বিনিয়োগকারীরা আদানি ক্যাপিটালের হাত ধরে নতুন আইপিওর জন্য দিন গুনছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর