“ঝুঁকেগা নেহি”, শেয়ার মার্কেটে আদানি রাজ! এই কোম্পানিতে ১৬ শতাংশের বেশি বৃদ্ধি, মালামাল বিনিয়োগকারীরা

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) সোমবার অর্থাৎ আজ রীতিমতো মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা। এদিকে, এই আবহেই ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) কোম্পানিগুলির শেয়ারেও ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সোমবার আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ১৬ শতাংশ পর্যন্ত রেকর্ড বৃদ্ধি ঘটেছে।

মূলত, এক্সিট পোলে মোদী সরকারের জয়ের আলোচনার মধ্যেই আজ সকাল থেকে শেয়ার বাজারে উত্থান লক্ষ্য করা গেছে। আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারেও যার প্রভাব দেখা যায়। আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০ টি কোম্পানির সম্মিলিত মার্কেট ক্যাপ আজ প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি, গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়ে ১৯.২৪ লক্ষ কোটি টাকা হয়েছে বলেও জানা গিয়েছে।

Gautam Adani showed dominance in the share market.

এই শেয়ারগুলিতে বিরাট বৃদ্ধি: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, আগামী সময়ে এই শেয়ারগুলির দাম আরও বাড়তে পারে বলে আশাবাদী বিনিয়োগকারীরা। আজ, আদানি পাওয়ারের শেয়ারে সবচেয়ে বেশি বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এই শেয়ার বিগত ৬ মাসে বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন দিয়েছে। পাশাপাশি এটি, অন্যতম লাভজনক শেয়ার হিসেবেও বিবেচিত হচ্ছে। এই শেয়ার BSE-তে ১৬ শতাংশ বেড়ে ৮৭৫ টাকায় পৌঁছেছে। যেটি ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর। এদিকে, আদানি পোর্টস ৯ শতাংশের রিটার্ন দিয়েছে। এরপর গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারে ৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: সব সীমা ছাড়িয়ে যাচ্ছে মলদ্বীপ! ভারতের পর এই দেশের সাথে শত্রুতা মুইজ্জুর, পেলেন হাতেনাতে জবাব

এছাড়াও আদানি গ্রুপের কোম্পানি আদানি টোটাল গ্যাস, আদানি এনার্জি সলিউশন এবং আদানি গ্রিনেও ভালো বৃদ্ধি দেখা গেছে। এইসব শেয়ারগুলিতে ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে। আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার এখন হিন্ডেনবার্গ ঘটনার পূর্বের স্তরে পৌঁছে গিয়েছে। অর্থাৎ, এই শেয়ারগুলি তাদের লোকসান পুষিয়ে নিয়েছে।

আরও পড়ুন: ভারতে তৃতীয়বারের জন্য আসছে মোদী সরকার! এক্সিট পোলের ফলাফল সামনে আসতেই মুখ খুলল চিন

গত সপ্তাহে, CLSA আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ, এসিসি এবং অম্বুজা সিমেন্টকে ৫৪ স্টকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ওই তালিকায় PSU এবং অন্যান্য অনেক কর্পোরেট-সম্পর্কিত সংস্থাগুলিও রয়েছে। যেগুলিকে প্রধানমন্ত্রী মোদীর নীতিগুলির সরাসরি সুবিধাভোগী হিসেবে বিবেচিত করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর