ব্যাপক ঝটকা খেলেন গৌতম আদানি, শীর্ষ ধনীদের তালিকার প্রথম ১০ থেকে ছিটকে গেলেন আম্বানিও

বাংলাহান্ট ডেস্ক : ধনীদের তালিকায় রাঙ্কিং এর ক্ষেত্রে একধাপ পতন হলো গৌতম আদানির (Gautam Adani)। সম্পত্তির পরিমাণ হ্রাস পাওয়ায় তালিকায় তিনি দুই নম্বর থেকে চলে গেলেন তিন নম্বর স্থানে। বিশেষজ্ঞরা মনে করছেন গত সোমবার ভারতীয় শেয়ার মার্কেটে পতনের কারণে ধ্বস দেখা যায় আদানিদের একাধিক শেয়ারে। তাই সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে গৌতম আদানির।

পরিসংখ্যানে দেখা গেছে গৌতম আদানির মোট ৬.৯১ বিলিয়ন ডলার সম্পদ হ্রাস পেয়েছে। সম্পত্তির পরিমাণ কমে যাওয়ায় তিনি বিশ্বের সেরা ধনীদের তালিকায় বর্তমানে রয়েছেন তৃতীয় স্থানে। গৌতম আদানিকে টপকে গিয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। কত সোমবার অ্যামাজন কর্ণধারের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১.৩৬ ডলার। এই বৃদ্ধির ফলে জেফের মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১৩৮ বিলিয়ন ডলারে।৬.৯১ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ হয়ছে ১৩৫ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গ বিলোনিয়ার্স ইনডেক্সের সেরা ১০ ধনীর তালিকা থেকে অবশ্য বাদ পড়ে গেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। ভারতীয় শেয়ার মার্কেটে পতনের সাথে সাথে সোমবার মুকেশ আম্বানির সম্পদ ২.৮৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। ৮২.৪ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে মুকেশ এখন বিশ্বের ১১ তম ধনী ব্যক্তি।

ADANI AMBANI 1

সাম্প্রতিককালে ধনীদের তালিকায় বারংবার চর্চার বিষয় হয়ে উঠেছেন গৌতম আদানি ও জেফ বেজোস। কিছুদিন আগেই অ্যামাজন কর্ণধারকে পিছনে ফেলে প্রথম ভারতীয় হিসেবে ধনীদের তালিকায় ২ য় স্থানে উঠে এসেছিলেন গৌতম। কিন্তু গত সোমবারের সম্পত্তির হ্রাসের পর গৌতমকে টপকে আবার ২ য় স্থানে উঠে এলেন জেফ বেজোস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর