বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বিপুলহারে সম্পদ বৃদ্ধি ঘটল ভারত এবং এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির (Gautam Adani)। শুধু তাই নয়, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী ৫০০ জন শ্রেষ্ঠ ধনকুবেরের মধ্যে শুধুমাত্র গৌতম আদানির সম্পদেই সবথেকে বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে অন্তর্ভুক্ত ৫০০ জন ধনকুবেরের মধ্যে ৮৬ শতাংশ ব্যক্তির সম্পদে পতন ঘটেছে।
এমতাবস্থায়, ওই তালিকায় মাত্র ৩২ জন ধনী ব্যক্তির সম্পদ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, ওই তালিকায় ৭ শতাংশের বেশি এমন ধনকুবেররাও রয়েছেন যাঁদের সম্পদের পরিমাণ বাড়েনি বা কমেওনি। এমতাবস্থায় প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, বৃহস্পতিবার গৌতম আদানির সম্পদ ৫,৬৩২ কোটি টাকা অর্থাৎ ৬৭৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এরপর তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৪ বিলিয়ন ডলার। তবে, বিশ্বের ১৯ তম ধনী ব্যবসায়ী গৌতম আদানির মোট সম্পদ এই বছর ৫৫.১৮ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
উল্লেখ্য যে, একদিন আগে ভারত সহ বিশ্বব্যাপী বাজারে পতন পরিলক্ষিত হয়েছে। যদিও, আদানি গ্রুপের সংস্থাগুলি ভালো জায়গায় রয়েছে। এর কারণ হল, আদানি গ্রুপের কোম্পানিতে বিনিয়োগ করতে চলেছে ফ্রান্সের টোটালএনার্জি। যার কারণে আদানি পাওয়ার থেকে শুরু করে আদানি পোর্টসের মতো শেয়ারগুলিতে বৃদ্ধি দেখা গেছে। আদানি পাওয়ারের শেয়ার সর্বোচ্চ ৩.৭৬ শতাংশ বেড়েছে। এদিকে, আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, এসিসি এবং আদানি পোর্টস অ্যান্ড এসইজেড-এর শেয়ারেও বৃদ্ধি দেখা গেছে।
আরও পড়ুন: ২০ টি স্টার্টআপে করেছিলেন “ফেল”! খালি ফ্রিজ থেকে আইডিয়া পেয়ে ১ লাখ কোটির কোম্পানি বানিয়েছেন ইনি
বিশ্বের প্রথম সারির ধনকুবেররা হয়েছেন ক্ষতির সম্মুখীন: জানিয়ে রাখি যে, ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে থাকা ইলন মাস্কের সম্পদের পরিমাণ কমেছে ৪.৯৩ বিলিয়ন ডলার। পাশাপাশি, দ্বিতীয় স্থানে থাকা বার্নার্ড আর্নল্টের সম্পদ ১.৭২ বিলিয়ন ডলার কমেছে। তৃতীয় স্থানে থাকা জেফ বেজোস ৫.৯৯ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়াও, বিল গেটস ১.৩১ বিলিয়ন ডলার, ল্যারি এলিসন ৩.৩৩ বিলিয়ন ডলার, ওয়ারেন বাফেট ১.১৭ বিলিয়ন ডলার, ল্যারি পেজ ২.৬৪ বিলিয়ন ডলার, সের্গেই ব্রিন ২.৪৭ বিলিয়ন ডলার, স্টিভ বালমার ৩৯৬ মিলিয়ন ডলার, মার্ক জুকেরবার্গ ১.৩৮ বিলিয়ন ডলার, কার্লোস স্লিম ২.০৭ বিলিয়ন ডলার এবং মুকেশ আম্বানি ৬.৮ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আরও পড়ুন: এবার ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও মিলবে কনফার্ম টিকিট! যাত্রীদের জন্য বড় পদক্ষেপ রেলের
মাত্র ৩২ জন ধনকুবেরের সম্পদ বৃদ্ধি: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রেষ্ঠ ৫০০ বিলিয়নেয়ারের মধ্যে মাত্র ৩২ জনের সম্পদ বেড়েছে। যাঁরা মোট বিলিয়নেয়ারের মাত্র ৬.৪ শতাংশ। অথচ বিশ্বের ৩৬ জন কোটিপতির সম্পদ বাড়েনি বা কমেনি। অর্থাৎ বাকি ৪৩২ জন অর্থাৎ ৮৬.৪ শতাংশ ধনকুবেরের সম্পদ কমেছে।