বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর ইস্যুতে, বিজেপির হয়ে সদ্য রাজনীতিতে আসা গৌতম গম্ভীর কটাক্ষ করলেন আফ্রিদিকে। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার শাহিদ আফ্রিদি একটি ট্যুইট করে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের দাবি জানান। এর পরেই ভারতীয় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর শাহিদ আফ্রিদির টুইটের পাল্টা জবাব দেন।
কাশ্মীর ইস্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে৷ সোমবার সকাল থেকেই এই ইস্যুতে উত্তপ্ত ছিল সাংসদ, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র। রাষ্ট্রপতি সইও করেছেন ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে। এই ঘটনার কিছু পরেই শাহিদ ট্যুইট করে বলেন, ‘রাষ্ট্রপুঞ্জ কেন ঘুমিয়ে আছে? কোনও রকম প্ররোচনা ছাড়াই হিংসা ছড়ানো হচ্ছে কাশ্মীরে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কাশ্মীরবাসীরও স্বাধীনতার অধিকার আছে।’
এর উত্তর দিতেই পাল্টা টুইট করেন গৌতম গম্ভীর, তিনি বলেন, ‘আফ্রিদি একদমই ঠিক বলেছেন। কোনও রকম প্ররোচনা ছাড়া হিংসা এবং মানুষের অধিকার লঙ্ঘন অবশ্যই হচ্ছে, কিন্তু তা পাক-অধিকৃত কাশ্মীরে। চিন্তা করো না, সেই সমস্যাও আমরা মেটাব।’