কোহলিকে নিয়ে এমন মন্তব্য করলেন গৌতম গম্ভীর, যা শুনে চটবেন বিরাটের ফ্যানরা

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের হারের বদলা নেওয়ার জন্য জয়পুরে ঘরোয়া সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়া ছিল অত্যন্ত জরুরী। নতুন অধিনায়ক রোহিত শর্মা নিজের যাত্রা শুরু করেছেন জয় দিয়েই, যা আগামী দিনে তাকে অনেকটা আত্মবিশ্বাস দেবে। একথা সত্যি যে প্রথম ম্যাচেই 36 বলে 48 রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দিয়েছেন রোহিত। তবে প্রায় সকলেই একমত হবেন এই ম্যাচে ব্যাটিংয়ের ক্ষেত্রে ভারতের হয়ে সবথেকে বড় ভূমিকা নিয়েছেন সূর্য কুমার যাদব।

বিশ্বকাপে সেভাবে ভালো ফর্মে না থাকায় যথেষ্ট সমালোচনা হয়েছিল ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে। তবে কাল নিজের ব্যাট দিয়েই এই সমস্ত সমালোচনার জবাব দিলেন সূর্যকুমার। কার্যত মাত্র 40 বলে 155 স্ট্রাইক রেটে হাফ ডজন বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো 63 রানের যে মারমুখী ইনিংস খেলেন তিনি তা শুরুতেই ভারতের জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল। এবার সূর্য কুমারের এই ব্যাটিং নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

গম্ভীর বলেন, “সূর্যকুমার যাদবের কাছে অনেক বিকল্প আছে। সে খুব ভালো স্পিন খেলে। তার বিভিন্ন ধরণের শট রয়েছে এবং সে একজন 360 ডিগ্রি খেলোয়াড়। এ কারণেই তার কাছে বোলিং করা সহজ নয়। বিরাট কোহলি ফিরে আসার পরেও, আমি চাই শুধু সূর্যকুমার যাদব তিন নম্বরে ব্যাট করুক এবং বিরাট কোহলি চার নম্বরে আসুক। এটি ভারতকে গতি দেবে, কারণ রোহিত শর্মা এবং কেএল রাহুল টপ অর্ডারে বিস্ফোরকভাবে ব্যাট করছেন। তিন নম্বরে আপনার সেরা বিকল্প হতে পারেন সূর্যকুমার যাদব। চার নম্বরে এসে বিরাট স্টিভ স্মিথের মতো অ্যাঙ্করের ভূমিকায় অভিনয় করতে পারেন।”

IMG 20211118 153422

যদিও বিরাট কোহলি তিন নম্বরে ঠিক যতটা সক্রিয়, তেমনি চার নম্বরে হতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ চার নম্বরে ব্যাটিং করা মানে কোহলি সময় নিতে পারবেন না, বরং শুরু থেকেই বড়সড় শট খেলতে হবে তাকে যা কোহলির ব্যাটিংয়ের সঙ্গে ততখানি মানানসই নয়। তবে গম্ভীরের এই পরামর্শ একদিনের ম্যাচের ক্ষেত্রে হয়তো বা ব্যবহার করে দেখতে পারেন কোহলি।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর