গৌতম গম্ভীর বেঁছে নিলেন ভারতের সেরা টেস্ট একাদশ, দলে জায়গা হল না সৌরভ গাঙ্গুলির।

এই মুহূর্তে বিশ্বজুড়ে মহামারী আকার ধারন করেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারনে বিশ্বের সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। লকডাউনের জেরে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সকলেই। করোনার বিরুদ্ধে লড়াই করতে আগেই ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন এবার ভারতের সেরা টেস্ট একাদশ বেঁছে নিলেন প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীর ভারতীয় জাতীয় দলে 2004 সাল থেকে 2016 সাল পর্যন্ত দাপটের সাথে খেলেছেন। দেশের জার্সিতে 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন গম্ভীর। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির অধিনায়কত্বে খেলেছেন গৌতম গম্ভীর। তবে কয়েকদিন আগে গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন যে তার চোখে সেরা ভারত অধিনায়ক হচ্ছেন অনিল কুম্বলে।

1570376991e2d8c2dbc330025320f6fda11dabdbea2223ac1bebd2e443bfddcb731b272c0

এবার গৌতম গম্ভীর বেছে নিলেন ভারতের সেরা টেস্ট একাদশ। গম্ভীরের সেরা টেস্ট একাদশে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন অনিল কুম্বলেকে। ওপেনার হিসাবে রয়েছেন সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র শেওবাগ। তারপর সচিন তেন্দুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, কপিল দেব, উইকেট রুক্ষকের দায়িত্বে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বোলিং বিভাগে রয়েছেন জাহির খান, হরভজন সিং এবং জভাগাল শ্রীনাথ। গম্ভীরের এই দলে জায়গা হয়নি প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর, গম্ভীর নিজেকেও ভারতের সেরা টেস্ট একাদশে রাখেননি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর