আর মিলবে না সুযোগ! অস্ট্রেলিয়ায় জিততে না পারলেই চাকরি যাবে গম্ভীরের, কি জানাল BCCI?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়টা আদৌ ভালো যাচ্ছে না ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। একের পর এক সিরিজে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে ভারতকে। আর তারপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন গম্ভীর। উল্লেখ্য যে, চলতি বছরের IPL-এ কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানোর পর ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের নির্বাচন সহজেই হয়েছিল।

এবার চাকরি যাবে গম্ভীরের (Gautam Gambhir)?

শুধু তাই নয়, তাঁর দাবি মেনে নিয়েই নিয়োগ করা হয় সহকারী কোচদেরকেও। এর পাশাপাশি গম্ভীর (Gautam Gambhir) স্থান পেয়েছেন দল নির্বাচনের বৈঠকেও। এমতাবস্থায়, গম্ভীরের মর্জিমতো সমস্ত কিছু সম্পন্ন হলেও বারংবার ব্যর্থ হচ্ছে ভারত। তাই স্বাভাবিকভাবেই, চাপে রয়েছেন তিনি। গম্ভীরের কোচিংয়ে এখনও পর্যন্ত পাঁচটি সিরিজের মধ্যে দু’টিতে পরাজয় ঘটেছে ভারতের।

Gautam Gambhir will not have a job as a coach.

সবথেকে লজ্জার বিষয় হল, সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হার স্বীকার করেছেন রোহিত বাহিনী। এমতাবস্থায়, অস্ট্রেলিয়াতে সম্পন্ন হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। যেটির ওপর নির্ধারণ করছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভাগ্যও। এমনকি অস্ট্রেলিয়ায় গিয়ে এই সিরিজ জিততে না পারে কোচ হিসেবে চাকরিও যেতে পারে গম্ভীরের।

আরও পড়ুন: এবারে হবে আসল ধামাকা! কেরিয়ারের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন নীরজ চোপড়া

ইতিমধ্যেই বোর্ড সূত্রে জানা গিয়েছে যে, এই সিরিজেই শেষ সুযোগ দেওয়া হবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। অর্থাৎ, অস্ট্রেলিয়ায় ভারতীয় দল ফের পরাজয়ের সম্মুখীন হলে সেক্ষেত্রে সিরিজ শেষে লাল বলের ক্রিকেট কোচের পর থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। আর এমনটা হলে সাদা বলের ক্রিকেটেই কোচ থাকবেন গম্ভীর।

আরও পড়ুন: ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের প্রতি হচ্ছে অবিচার? উঠল বড় প্রশ্ন, হইচই শুরু অনুরাগীদের মধ্যে

কে হবেন পরবর্তী কোচ: এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে গম্ভীরকে (Gautam Gambhir) লাল বলের কোচের পদ থেকে সরিয়ে দিলে সেই দায়িত্ব কে নেবেন? জানিয়ে রাখি যে, গম্ভীরের পর লাল বলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বর্তমানে বেঙ্গালুরুতে স্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কোচ। শুধু তাই নয়, রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন লক্ষ্মণ একাধিক সিরিজে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজ খেলছে ভারত। সেখানেও কোচের ভূমিকায় রয়েছেন লক্ষ্মণ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর