RCB-র বিরুদ্ধে বিরাট চক্রব্যুহ গৌতমের, ওপেনিং করবেন রেকর্ডধারী এই বিধ্বংসী ব্যাটার

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ২০২৪ সালের IPL কলকাতার যাত্রা শুরু হয়েছে দারুণভাবে। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত হয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তারপর থেকেই বেশ আত্মবিশ্বাসী কলকাতা। এবার শুক্রবার রয়েছে পরিবর্তী ম্যাচ, কিন্তু তার আগে ওপেনিংয়ে বড় পরিবর্তন আসতে পারে। 

শুক্রবার নাইটদের অ্যাওয়ে ম্যাচে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে। দ্বিতীয় ম্যাচেও ৩ পয়েন্ট জয়ের লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথম ম্যাচে আন্দ্রে রাসেল, ফিল সল্ট, রমনদীপ সিংদের দুর্দান্ত ব্যাটিং নাইটদের দারুণ অংকে পৌঁছে দিলেও সমস্যা রয়েছে ওপেনিং নিয়ে।

হায়দ্রাবাদের সাথে ম্যাচের সময় কলকাতার হয়ে ওপেন করেছিলেন ফিল সল্ট এবং সুনীল নারিন। ফিল সল্ট অর্ধশতক হাঁকালেও সুনীল নারিন মাত্র ২ করেই ফিরে যান ড্রেসিংরুমে। তাই ওপেনিং নিয়ে জট পেকেছে কলকাতা শিবিরে। আসলে গৌতম গম্ভীর নিজে কলকাতার ক্যাপ্টেন থাকার সময় নারিনকে দিয়ে ওপেনিং করাতেন।

আরও পড়ুন : কোন বোঝাপড়ায় মলদ্বীপ থেকে সেনা সরানোয় সম্মত হল ভারত? জল্পনা বাড়ালো মুইজ্জু সরকার

 ai 4066

গোতির অধিনায়কত্বে অনেকবার ওপেনিংয়ের জন্য নেমেছেন নারিন, কিন্তু আগের মতো ফল মেলেনি আর। বারংবার শর্ট বলে আউট হয়েছেন তিনি। তাই ব্যাঙ্গালোরের সাথে ম্যাচে তাকে নাও নামানো হতে পারে। সেক্ষেত্রে সুনীলের জায়গায় ওপেন করতে পারেন ভেঙ্কটেশ আইয়ারের মত প্লেয়ার। এখন দেখার নাইটদের টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X