বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ১২ই নভেম্বর। দুদিন আগেই অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে বিশ্বকাপে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ওপেনারদের ধীরগতিতে ব্যাটিংয়ের কারণে ভারতীয় দল ১৬৮ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেটও না হারিয়ে ৪ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
এরপরে ভারতীয় দলের সমালোচনায় সরব হয়েছেন অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বীরেন্দ্র সেওবাগ তো সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি বেশ কয়েকজন ক্রিকেটারকে ভবিষ্যতে আর ভারতীয় টি-টোয়েন্টি দলে দেখতে চান না। কপিল দেব ভারতীয় দলকে চোকার্স বলে উল্লেখ করেছেন কারণ তারা গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে আসছে।
আর এবার তাদের সমালোচনা করতে গিয়ে আইপিএল প্রসঙ্গ টেনে আনলেন সুনীল গাভাস্কার। তিনি ভারতীয় ক্রিকেটারদের ঘন ঘন বিশ্রাম নেওয়ার প্রবণতা নিয়ে সন্তুষ্ট নন। তার মতে আইপিএল খেলার সময় এই ক্রিকেটারদের বিশ্রাম লাগেনা, কিন্তু মাঝেমধ্যেই জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে গিয়ে তাদের বিশ্রামের প্রয়োজন হয় পরে। এতে দলের ভারসাম্য নষ্ট হয় বলে তিনি মনে করছেন।
নিজের বক্তব্যে গাভাস্কার বলেছেন, “দলে কিছু পরিবর্তন তো লাগবেই। এখন আপনি বিশ্বকাপ জিততে ব্যর্থ হন বারবার তখন আপনাকে নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ক্রিকেটারদের আড়াল করার চেষ্টা করেন তাদের “ওয়ার্ক লোডের” বাহানা দিয়ে। আমার প্রশ্ন হল কাজের চাপ কি শুধুমাত্র ভারতের হয়ে খেলার সময় পরে। আইপিএল খেলার সময় তো এমনটা দেখা যায় না।”
গাভাস্কার আরও বলেছেন যে বোর্ডের এবার আর ক্রিকেটারদের আড়াল করা উচিত নয়। আইপিএল খেলার সময় ক্রিকেটারদের ক্রমাগত এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে উড়ে যেতে হয়। তখন তাদের ক্লান্তি হয় না। কিন্তু দুটো বিদেশ সফর টানা খেলতে গেলেই তাদের অনেকেই ক্লান্তির দোহাই দিয়ে বিশ্রাম নেন যা সহ্য করতে পারছেন না গাভাস্কার। তার মতে একটু দুর্বল দলের বিরুদ্ধে খেলার জন্য সফর পড়লেই অনেক ক্রিকেটার সেটিকে গুরুত্ব না দিয়ে নিজেদের আড়াল করেন যা একেবারেই অনুপযুক্ত।