বুমরাহর বোলিং একশন নিয়ে প্রশ্ন করায় সমালোচকদের একহাত নিলেন গাভাস্কার। বললেন মানুষের খেয়ে দেয়ে কাজ নেই।

এই মুহূর্তে ভারত তথা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা বোলার হল ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। বুমরাহের বোলিংয়ে সামনে অনেক তাবড় তাবড় ব্যাটসম্যানকেই অসহায় বলে মনে হয়। ক্রিকেটের তিনটি ফরম্যাটের সমান দক্ষতার সাথে বল করে চলেছে বুমরাহ। চলতি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেষ্টের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক নিয়ে বুমরাহ ফের একবার দিলেন তার প্রতিভার প্রমান। তৃতীয় ভারতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন জশপ্রীত বুমরাহ। বুমরাহের আগে ইরফান পাঠান এবং হরভজন সিং ভারতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

কিংস্টনে শনিবার বুমরাহ হ্যাটট্রিক নেওয়ার পরই ধারাভাষ্যকার প্রাপ্তন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ইয়ান বিশপ আরেক ধারাভাষ্যকার প্রাপ্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কারকে প্রশ্ন করেন যে, বুমরাহর বোলিং একশন নিয়ে অনেকে তো প্রশ্ন তুলছেন সেই ব্যাপারে আপনার কি মতামত? আর এই প্রশ্ন শুনেই সমালোচকদের একহাত নিলেন প্রাপ্তন ভারতীয় তারকা ওপেনার সুনীল গাভাস্কার।

IMG 20190902 093223

বিশপের এই প্ৰশ্ন শুনেই সুনীল গাভাস্কার তাকে বলেন এমন কয়েক জনের নাম বলুনতো যারা সমালোচনা করে। সেই প্রশ্নের উত্তর অবশ্য বিশপ দিতে পারেন নি। বরং বিশপ এই আলোচনা করে যে বুমরাহের বোলিং একশন কোনো ভাবেই অবৈধ নয়। কারণ আইসিসি যেখানে বুমরাহ কে বোলিং করার অনুমতি দিয়েছে সেখানে অন্য কারুর মতবাদের কোনো গুরুত্ব থাকে না।

গাভাস্কার তারপর বুমরাহের বোলিং নিয়ে বিস্তারিত আলোচনা করে বলেন প্রথমে শুরুতেই কয়েকধাপ হেঁটে হটাৎ করে গতি বাড়িয়ে এবং শেষ পর্যায়ে একদম সোজাসুজি থেকেই বল ছুড়ছেন। তারপরই গাভাস্কার বলেন এখানে হাত তো বাঁকানো দেখতে পাচ্ছি না। আইসিসির নিয়ম অনুসারে এটা একবারে সঠিক বোলিং একশন। যাদের খেয়ে দেয়ে কাজকর্ম নেই তারাই বুমরাহ বোলিং একশন নিয়ে সমালোচনা করছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর