ধোনিই BCCI-এর অন্দরমহলে সর্বনাশের শুরুটা করেছিল! বিস্ফোরক গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়া বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল। তারপরে তারা এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। প্রথম ম্যাচে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছেন রোহিত শর্মারা। তারপর থেকেই ভারতীয় সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এই নিয়ে যে আর কতদিন এই শক্তিশালী দলের বিরুদ্ধে হতাশ করে দুর্বল দলের বিরুদ্ধে দাপট দেখানোর ধারা চলবে।

এই নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার এবং কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ইতিপূর্বে তিনি বহুবার ভারতীয় দলের ক্রিকেটের মানসিকতা এবং তাদের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়ে একাধিকবার একাধিক মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন। তবে এবার তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি কথা বলেছেন।

gavaskar sunil

তিনি বলেছেন ভারতীয় দলের ক্রিকেটারদের এই যে দেশের প্রতি দায়বদ্ধতার অভাব পরিলক্ষিত হওয়ার ঘটনাটা আরম্ভ হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের আমল থেকে। ধোনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সেরা অধিনায়কদের মধ্যে একজন। কিন্তু টেস্ট ফরম্যাট তার নেতৃত্বে ভারতীয় দল খুব একটা প্রশংসনীয় পারফরম্যান্স করতে পারেনি।

গাভাস্কার বলেছেন, “খারাপ পারফরম্যান্স করার পরেও দলে টিকে থাকা বা অধিনায়কত্ব নিশ্চিত থাকার এই যে ধারা এখন সম্ভবত ভারতীয় ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে এর আরম্ভটা হয়েছিল ২০১১ থেকে। আর সেই ধারাটা এখনো বজায় রয়েছে। আখেরে এটা ভারতীয় দলের ক্ষতি করছে।” সরাসরি কারো নাম না করলেও তিনি যে ধোনির আমল থেকে এই প্রথার আবির্ভাব হয়েছিল বলছেন, সেটা বোঝার জন্য কোন বিশেষজ্ঞের প্রয়োজন নেই। অথচ কিছুদিন আগেই তিনি ধোনির অটোগ্রাফ নিয়ে ধোনিভক্তদের মন জিতে ছিলেন।

ধোনির নেতৃত্বে ২০১১ ও ২০১২ সালে ভারতীয় দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর ইংল্যান্ড ভারতীয় দলকে ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজে হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে আবারও ইংল্যান্ডের এবং অস্ট্রেলিয়ার মাটিতে ছেড়ে ছেড়ে ছিল ভারত। কিন্তু ফোনের অধিনায়কত্বের ওপর কোনো আজ পড়েনি এবং তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর