“রোহিতরা শীঘ্রই অবসর নেবে, হার্দিককে অধিনায়ক করে এগোবে T-20 দল”, মন্তব্য গাভাস্কারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হারের পর ভারতীয় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন ভারতীয় সমর্থকরা। অধিনায়ক রোহিতকে অনেকেই কাঠগড়ায় তুলছেন। তিনি দল নির্বাচন বা ম্যাচের মাঝে কি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেই নিয়ে চলছে ময়না তদন্ত। অনেকেই মনে করছেন যে তার এবার অধিনায়কত্ব ছাড়ার সময় হয়ে গিয়েছে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে।

যদিও ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন যে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সিনিয়র ভারতীয় ক্রিকেটাররা থাকবেন কিনা সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তারা নেননি। সেই নিয়ে চিন্তা ভাবনা করার সময় এখনও আসেনি বলে তার মত।

তবে এই নিয়ে একটি বড় মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। তার মতে এরপরে ভারতীয় দলের এগোনোর রাস্তাটা কেমন হতে চলেছে সেটা তিনি ইতিমধ্যেই বুঝে ফেলেছেন। যেহেতু ইদানিং ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য আইপিএল জেতাটা মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে, তাই তিনি মনে করেন যে পরবর্তী অধিনায়ক হতে চলেছেন হার্দিক পান্ডিয়া।

rohit hardik captain

সুনীল গাভাস্কার বলেছেন, “যেহেতু আইপিএলে অধিনায়কত্ব ভারতীয় দলের অধিনায়ক হওয়ার একটা মাপকাঠি হয়ে উঠেছে, তাই আমার মনে হয় হার্দিককে অধিনায়ক করে ভবিষ্যতে ভারত এই ফরম্যাটে এগোবে। অনেককে হয়তো অবসর নিতেও দেখা যাবে, অনেক ক্রিকেটারই এখন নিজেদের মধ্য তিরিশে এই বিশ্বকাপটি খেলছিলেন। ভারতীয় টি-টোয়েন্টি দলের তাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল আর দীর্ঘস্থায়ী সেই নিয়ে আমার সন্দেহ রয়েছে।”

এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী। তাদের মতে দলে এমন কিছু বয়স্ক ক্রিকেটার রয়েছে যাদের এই ফরম্যাটে আর টেনে নিয়ে যাওয়ার কোন মানে হয় না। ভারতে এমন অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যারা এই ফরম্যাটে নিজেদের প্রতিভার যথাযথ প্রদর্শন করতে পারবেন। তাদের হয়তো সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর