বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরেও বন্ধ হল না মৃত্যু মিছিল। আবারো এক খারাপ খবর এল বিনোদন জগৎ থেকে। মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় তেলুগু (Telugu Actress) অভিনেত্রী গায়ত্রী (Gayathri) ওরফে ডলি ডি ক্রুজ (Dolly D Cruze)। হায়দ্রাবাদে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় (Car Accident) মৃত্যু হয় তাঁর। তরুণী অভিনেত্রীর এমন আচমকা প্রয়াণে শোকের পরিবেশ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের গাচিবৌলির কাছে। ১৮ মার্চ অর্থাৎ শুক্রবার গভীর রাতে হোলি খেলে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন বন্ধু রাঠোর। তিনিই চালাচ্ছিলেন গাড়িটি। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তারপর উল্টে যায়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী গায়ত্রীর। তবে তাঁর বন্ধু রাঠোরকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু বাঁচানো যায়নি তাঁকেও। গুরুতর আহত হয়েছিলেন তিনি। হাসপাতালে পৌঁছাতেই মৃত্যু হয় তাঁর।
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় চলে গিয়েছে আরো একটি প্রাণ। সূত্র বলছে, গায়ত্রীদের গাড়িটি যখন ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় তখন গাড়ির তলায় চাপা পড়েছিলেন বছর ৩৮ এর এক মহিলাও। জানা যাচ্ছে, অভিনেত্রীর মতো, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই হতভাগ্য পথচারীরও।
মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জনপ্রিয় হয়েছিলেন গায়ত্রী। তাঁর আসল নাম ডলি ডি ক্রুজ। ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়তা ছিল তাঁর। জলসা রায়ুডু নামে একটি ইউটিউব চ্যানেলও ছিল তাঁর। সোশ্যাল মিডিয়ার খ্যাতির দৌলতেই একটি ওয়েব সিরিজে অভিনয় করার প্রস্তাব আসে তাঁর কাছে।
‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও বেশ কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন গায়ত্রী। তরুণ প্রতিভাবান অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকস্তব্ধ তেলুগু ইন্ডাস্ট্রি থেকে তাঁর ভক্তরা।