ইটালির রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ২! কত বছরের জেল খাটতে হবে শাহরুখের নায়িকাকে?

বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই ইটালি ঘুরতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) নায়িকা গায়ত্রী জোশী ( Gayatri Joshi)। মডেল অভিনেত্রী তার ব্যবসায়ী স্বামীকে নিয়ে ইটালি ভ্রমণে গেছিলেন। আর সেখানে গিয়েই পড়েছেন বিপাকে। নিজেদের ল্যাম্বারঘিনির গতি বাড়িয়ে অপর এক গাড়িকে টেক্কা দেওয়ার চেষ্টা করতেই ঘটে যায় বীভৎস ঘটনা।

মিডিয়া সূত্রে জানা যাচ্ছে ইটালির সার্ডিনিয়ার এক রাস্তায় স্বদেশ খ্যাত নায়িকার গাড়ি ধাক্কা মারে এক ফেরারিকে। সেই গাড়ি উলটে গিয়ে ধাক্কা মারে সামনে থাকা এক মিনি ভ্যানকে। যদিও গায়ত্রী বা তার স্বামী বিকাশ, কেউই সেরকম চোট পাননি তবে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ফেরারিতে থাকা এক সুইশ দম্পতির। আর এবার শোনা যাচ্ছে, এই দুর্ঘটনার জেরে শাস্তি পেতে পারেন গায়ত্রী ও বিকাশ।

স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, এইদিন সার্ডিনিয়ার ঐ রাস্তায় একটার পর একটা বিলাসবহুল গাড়ি পারাপার হচ্ছিল। প্রতিটি গাড়িরই গতিবেগ ছিল বেশ হাই। এমতাবস্থায় একটি ল্যাম্বারঘিনির ভেতর বসে ছিলেন গায়ত্রী এবং তার স্বামী। একটি ফেরারিও ছিল লাইনে। এমন সময় মিনি ট্রাকটিকে টেক্কা দেওয়ার জন্য গতি বাড়ায় গায়ত্রীর ল্যাম্বারঘিনি। আর তখনই ধাক্কা লাগে ফেরারীটির সাথে।

এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারায় সামনের ফেরারীটিও। সেটি গিয়ে ধাক্কা মারে মিনি ট্রাকটিতে। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আগুন ধরে যায় ফেরারিটিতে। সেই গাড়িতেই সফর করছিলেন সুইজারল্যান্ড নিবাসী এক বৃদ্ধ দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। আর এই গোটা ঘটনাটি ধরা পড়ে পেছন থেকে আসা একটি গাড়ির ক্যামেরাতে।

শোনা যাচ্ছে এই ঘটনায় সুইস দম্পতির মৃত্যুতে নাকি সাত বছরের পর্যন্ত জেল হতে পারে গায়ত্রী এবং তার স্বামীর। মডেল, অভিনেত্রীর কেরিয়ারের কথা বললে, একটা সময় টেলিভিশন সঞ্চালিকা হয়ে ভালো নাম কুড়িয়েছিলেন। সৌন্দর্য প্রতিযোগিতাতেও ছিল ভালো দখল। এরপর ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ। ছবি হিট না করলেও প্রশংসিত হয় গায়ত্রীর অভিনয়। তবে এরপর আর কোনো পাত্তা নেই। একেবারে ইন্ডাস্ট্রি থেকে গায়েবই হয়ে গেলেন যেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর