গায়ত্রী মন্ত্র জপ এবং প্রাণায়াম করলেই করোনা পালাবে? AIIMS-এ গবেষণা চালাচ্ছে বিজ্ঞানমহল

বাংলাহান্ট ডেস্কঃ ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলেও, গায়ত্রী মন্ত্র (gayatri mantra) ও প্রাণায়ামে (Pranayama) করোনা সারানোর পথ খুঁজছেন বিজ্ঞানীরা। গোমূত্র নিয়ে অনেক ভাবানা থাকলেও, এবার গায়ত্রী মন্ত্র জপ এবং প্রাণায়ামকে কাজে লাগাতে চাইছে বিজ্ঞানমহল। সেই নিয়ে জোরকদমে গবেষণাও শুরু হয়ে গেছে।

হৃষীকেশের All India Institute of Medical Science-এ এই গবেষণা শুরু করা হয়েছে। এই গবেষণা নথিভুক্তও করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-ও। করোনা আক্রান্ত ২০ জন রোগীকে বেছে নিয়ে তাদের উপর গবেষণার কাজও শুরু করে দিয়েছে বিজ্ঞানমহল।

116084819 smallergettyimages 1204224469 1

টানা ১৪ দিন ধরে পর্যবেক্ষণ করা হবে এই ২০ জন ব্যক্তির উপর। দুটো দলে ভাগ করে নেওয়া হয়েছে এই ২০ জনকে। ১০ জনকে প্রথাগত পদ্ধতি মেনে চিকিৎসা করে হবে। আর বাকি ১০ জনকে প্রথা মেনে চিকিৎসা করার পাশাপাশি সকাল সন্ধে দুবেলা করে গায়ত্রী মন্ত্রও জপ করানো হবে। সেই সঙ্গে থাকবে এক ঘণ্টা করে করানো হবে প্রাণায়ামও। দুটো দলই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবে। তারপর ১৪ দিন পর দেখা যাবে, কোন দলের ব্যক্তিরা বেশি সুস্থ রয়েছেন।

IMG 20210321 183909

২০১৯ সালের নভেম্বর মাসে চীনে প্রথম এই মারণ রোগ করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল। এরপর ধীরে ধীরে তা গোটা বিশ্বে প্রভাব বিস্তার করে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। নানা বিজ্ঞানী, নানা গবেষকদের নানা রকম পর্যালোচনা করে এই মারণ ব্যাধীর ভ্যাকসিন আবিষ্কার করতে প্রায় এক বছরেরও বেশি সময় লেগে গেল। এখন কিছুটা আয়ত্তের মধ্যে চলে এলেও, আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টায় রয়েছে করোনা ভাইরাস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর