বাংলাদেশে থেকে যারা পাকপন্থী তারা পাকিস্তানি সেনাবাহিনীর ঔরসজাত সন্তান: গাজী আব্দুন নূর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে বসবাসকারী পাকিস্তান সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গাজী আব্দুন নূর (gazi abdun noor)। তাঁর ভারতপ্রেম নিয়ে যাদের সমস‍্যা তাদের প্রতিও কড়া বার্তা দিলেন ‘বাবু রাজচন্দ্র দাস’। তাঁর বক্তব‍্য, যারা বাংলা ভাষা চায়নি, বাংলাদেশ চায়নি তাদের প্রতি শ্রদ্ধা নেই তাঁর।

‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে এই ঐতিহাসিক চরিত্রটি আলাদা পরিচয় দিয়েছে ওপার বাংলার অভিনেতাকে। তাঁর সুন্দর মুখশ্রী, অনবদ‍্য অভিনয় দক্ষতার প্রেমে পড়েছিলেন দর্শকরা। অনেকদিন আগেই রাসমণি সিরিয়ালে চুকেছে রাজচন্দ্রের পর্ব। কিন্তু নূরকে ভুলতে পারেনি এপার বাংলার মানুষ। ভোলেননি নূরও।


সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় নূর। মাঝে মাঝেই টুকটাক ছবি বা মনের কথা সুন্দর ভাবে গুছিয়ে লিখে ফেলেন সামাজিক যোগাযোগ মাধ‍্যমের দেওয়ালে। এমনিতে তাঁকে ঠান্ডা মাথার মানুষ হিসেবেই এতদিন জেনে এসেছে সিরিয়ালের দর্শকেরা। কিন্তু সম্প্রতি নেটমাধ‍্যমেই মেজাজ গরম হওয়ার কারণ ঘটেছে অভিনেতার।

নিজের ফেসবুক হ‍্যান্ডেলের দেওয়ালে এদিন তিনি লিখেছেন, ‘এই প্রজন্মের যারা পাকিস্তান পছন্দ করেন অথবা আগামী প্রজন্মের যারা পাকিস্তানকে পছন্দ করবেন তার অবশ্যই বংশপরম্পরায় পাকিস্তানি সেনাবাহিনীর ঔরসজাত সন্তান। যারা বাংলা ভাষা চাইনি, যারা বাংলাদেশ চাইনি  তাদের প্রতি প্রেম মুসলিমত্ব এর দোহাই দিয়ে! তারা মুসলিম কিনা জানিনা তবে অবশ্যই মানুষ নয়।হ্যাঁ এটা একটি রাজনৈতিক পোস্ট। আমি সশরীরে রাজনীতি না করলেও আমার রক্ত চুপ করে থাকে না।’

সংবাদ মাধ‍্যমের হয়ে নূর জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁর ফেসবুক পোস্টে এবং ব‍্যক্তিগত মেসেজ বক্সে কিছু মানুষের আনাগোনা বেড়েছে। কিন্তু তারা সকলেই ফেক প্রোফাইল। অভিনেতা নিশ্চিত এরা সকলেই জামাত ইসলাম শিবিরের লোক। বাংলাদেশে এরা কঠোর ভাবে নিষিদ্ধ। অভিনেতার সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এসে বিভিন্ন ভাবে ভুল বোঝাচ্ছে তারা। এমনকি নূরের ভারতের প্রতি ভালবাসা নিয়েও তাদের আপত্তি। এরপরেই সহ‍্যের সীমা পার করে অভিনেতার। সে কারণেই এই পোস্ট।


নূরের কথায়, ১৯৭১ এ পাকস্তানি সেনারা বাংলাদেশকে পাকপন্থী বানানোর জন‍্য ঘরের মেয়ে বৌদের সম্মানের দিকে হাত বাড়িয়েছিল। এই ধরনের মানুষদের প্রতি আর যাই হোক শ্রদ্ধা তাঁর আসবে না। ক্ষমাও করতে পারবেন না তিনি।

X