বাংলা হান্ট ডেস্ক: প্রায় দু’বছর ধরে চলা করোনা মহামারীর (Covid-19 Pandemic) প্রকোপে কার্যত দুর্বল হয়ে পড়ে দেশের অর্থনীতি। পাশাপাশি, প্রতিটি ক্ষেত্রেই একটি বিরাট আকাল পরিলক্ষিত হয়েছিল। যদিও, এবার ভারতীয় অর্থনীতি (Indian Economy) ক্রমশ ট্র্যাকে ফিরতে শুরু করেছে। অন্তত সাম্প্রতিক পরিসংখ্যানে সেই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (1st Quarter) এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতীয় অর্থনীতি ১৩.৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ২০২১-২২ এর প্রথম ত্রৈমাসিকে, GDP ছিল ২০.১ শতাংশ। এমতাবস্থায়, চতুর্থ ত্রৈমাসিকে জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৪.১ শতাংশ। মূলত, ২০২১-২২ সালের লো বেস এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে জিডিপি বৃদ্ধির হারও বেড়েছে। সেই সঙ্গে এই ত্রৈমাসিকে বিনিয়োগের পরিমান বেড়েছে। সেই কারণে ২০২২-২৩ সালের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ১৩.৫ শতাংশ হয়েছে। পাশাপাশি, এটি RBI-এর অনুমান করা ১৬.২ শতাংশের থেকে কম।
ইতিমধ্যেই, গত বুধবার National Statistical Office (NSO) এই সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে। উল্লেখ্য যে, ২০২০-২১ এবং ২০২১-২২ এই দুই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক করোনা মহামারীর কারণে সৃষ্ট লকডাউন দ্বারা প্রভাবিত হয়েছিল। তবে, চলতি বছর তা হয়নি। যদিও, এই ত্রৈমাসিকেও বিশ্বজুড়ে চলা একাধিক ঘটনার কারণে দ্রব্যমূল্যের বিশাল বৃদ্ধি দেখা গিয়েছে। তা সত্ত্বেও অর্থনৈতিকভাবে ভালো গতি দৃশ্যমান হয়েছে।
কত বৃদ্ধির অনুমান করা হয়েছিল: রেটিং এজেন্সি ICRA GDP-র ১৩ শতাংশ বৃদ্ধির অনুমান করেছিল। অপরদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার রিপোর্টে ১৫.৭ শতাংশ বৃদ্ধির অনুমান করে। এদিকে, চলতি মাসের শুরুতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার মুদ্রানীতি কমিটির বৈঠকে (MPC Meeting) জানিয়েছিল যে, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ১৬.২ শতাংশের কাছাকাছি হতে পারে।
Real GDP for the 1st quarter (April-June 2022-23) shows a growth of 13.5% as compared to 20.1% in Q1 2021-22.
Q1 2022-23 is estimated to attain a level of Rs 36.85 lakh crores, as against Rs 32.46 lakh crores in Q1 2021-22.
— ANI (@ANI) August 31, 2022
এই প্রসঙ্গে অর্থসচিব টি ভি সোমানাথন জানিয়েছেন যে, “ভারতীয় অর্থনীতি এই অর্থবছরে ৭ শতাংশের বেশি বৃদ্ধি অর্জনের জন্য এগিয়ে যাচ্ছে।” এদিকে, NSO-র প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে উৎপাদন খাতের বৃদ্ধির হার হয়েছে ৪.৮ শতাংশ। যেখানে ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির হার ছিল ৪৯ শতাংশ। এদিকে, কৃষি খাতে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২.২ শতাংশে। যেটি ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে ছিল ৪.৫ শতাংশ। অপরিদকে, ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকের ৭১.৩ শতাংশের তুলনায় নির্মাণ খাতের বৃদ্ধির হার ১৬.৮ শতাংশ হয়েছে। একইভাবে, বাণিজ্য, হোটেল, পরিবহণ, যোগাযোগ এবং সম্প্রচার সম্পর্কিত পরিষেবাগুলির বৃদ্ধির হার হয়েছে ২৫.৭ শতাংশ। যা ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে ৩৪.৩ শতাংশ ছিল।