দেবী রূপে পর্দার Geeta LLB! মহালয়ার সকালে কোন রূপ ধরবেন তিনি?

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক বাঙালির কাছে মহালয়ার (Mohaloya) মানেই দুর্গাপুজোর (Durgapujo) গৌরচন্দ্রিকা। প্রত্যেক বছর এই বিশেষ দিনে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় মাতৃপক্ষের। এই দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই  প্রত্যেকের ঘুম ভাঙে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়ার মহিষাসুরমর্দিনী শুনেই।

 

   

দেবীর কোন রূপে থাকছেন পর্দার Geeta LLB?

তাই প্রত্যেক বাঙালি বাড়িতেই পুজো আসার আগেই বেরিয়ে পড়ে পুরনো ধুলো ঝাড়া রেডিও। তবে এখনকার দিনে শুধু রেডিওতে মহালয়া শোনাই নয়, টিভিতেও মহালয়া দেখার জন্য অধীর আগ্রহে থাকেন দর্শক। প্রত্যেক বছর দুর্গাপুজোয়  চ্যানেলে চ্যানেলে দেবী দুর্গা সাজার  ধুম পড়ে যায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে।

এবছর স্টার জলসার পর্দায় মহালয়ার পুণ্য লগ্নে দেবী রূপে হাজির হতে চলেছেন টলিউডের (Tollywood)জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। কোয়েল ছাড়াও এবারের মহালয়া থাকছেন আরও এক ঝাঁক অভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন টালিপাড়ার দুই জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকার।

এছাড়াও রয়েছেন বাংলা সিরিয়ালের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন ‘কথা’ অভিনেত্রী সুস্মিতা দে, কিংবা  ‘শুভ বিবাহ’ থেকে সুধা অভিনেত্রী সোনামণি সাহা কিংবা অনুরাগের ছোঁয়া থেকে দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সহ গীতা এলএলবি (Geeta LLB) ধারাবাহিকের গীতা (Geeta LLB) অভিনেত্রী হিয়া মুখার্জী (Hiya Mukherjee)।

আরও পড়ুন : দুঃসংবাদ! আনন্দীর কোপে বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার এই হিট মেগা, চিন্তায় দর্শক

এঁরা প্রত্যেকেই দেবীর বিভিন্ন রূপে ধরা দিতে চলেছেন এবারের মহালয়ায়। পর্দায় গীতা এলএলবি (Geeta LLB) ধারাবাহিকের অভিনয় করছেন অভিনেত্রী হিয়া মুখার্জী। হিয়া সেখানে একজন পেশাদার উকিল। যদিও মহালয়াতে তাকে দেবীর কোন রূপে দেখা যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Gita 2

এখনও পর্যন্ত মহালয়ার যে ঝলক সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে হিয়া চোখে মুখে যেন আগুনের ফুলকি। তাঁর হাতে ধরা ঘোড়ায় টানা যুদ্ধরথের লাগাম। যা দেখে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছে দর্শকরা। তাই হিয়া ভক্তরা এখনো অপেক্ষায় রয়েছেন এবারের মহালয়া  তাঁকে এই নতুন রূপে দেখার জন্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর