বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় (Serial) বিয়ের মরশুম। মাঘ পড়তেই ইন্ডাস্ট্রিতে ফের বাজল বিয়ের সানাই। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন ‘গীতা LLB’ (Serial) অভিনেত্রী। মেয়ের উদ্যোগেই মায়ের দ্বিতীয় বিয়ে। এমনকি মায়ের বিয়েতে নিতকনে সেজে এলেন মেয়ে। সিরিয়ালের (Serial) টিমের উপস্থিতিতে ধুমধাম করে হল বিয়ে।
দ্বিতীয় বার বিয়ে সারলেন জনপ্রিয় টেলি (Serial) নায়িকা
ছোটপর্দার (Serial) জনপ্রিয় মুখ অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক রুদ্রজিতের সঙ্গে দ্বিতীয় বার গাঁটছড়া বাঁধলেন তিনি। চিকিৎসার পাশাপাশি পরিচালক হিসেবেও কিছুদিন কাজ করেছেন তিনি। মেয়ে গরিমার উদ্যোগেই মল্লিকার দ্বিতীয় বিয়ে। শহর কলকাতায় অভিনব এক বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকলেন অনেকে।
মেয়ের উদ্যোগে মায়ের বিয়ে: ২৪ শে জানুয়ারি একেবারে লাল টুকটুকে কনের সাজ সেজে বিয়ের পিঁড়িতে বসেন মল্লিকা। সিঁদুর দান শেষে অভিনেত্রীকে (Serial) জড়িয়ে ধরে গালে, কপালে চুম্বন করতে দেখা যায় রুদ্রজিৎকে। সবথেকে বড় কথা হল, মায়ের এই বিয়েতে নিতকনে হিসেবে উপস্থিত ছিলেন মেয়ে গরিমা। বর্তমানে ক্লাস টুয়েলভের ছাত্রী সে। তবে মাত্র ১১ বছর বয়স থেকেই নাকি মাকে দ্বিতীয় বিয়ের কথা বলতেন তিনি।
আরো পড়ুন : শুরুর অপেক্ষায় আরেক নতুন মেগা, দু বছর পর সিরিয়ালে ফিরছেন জনপ্রিয় নায়িকা
প্রথম বিয়েতে হয় বিচ্ছেদ: মল্লিকার প্রথম বিয়ে সুখের হয়নি। স্বামী জড়িয়ে পড়েছিলেন পরকীয়া সম্পর্কে। তার জেরে হয় বিচ্ছেদ। বেশি বয়সে বিয়ে করা নিয়ে দোটানায় ভুগছিলেন মল্লিকা। তবে মেয়ে গরিমা বরাবর থেকেছেন মায়ের পাশে। রুদ্রজিতের সঙ্গেও নাকি তাঁর দারুণ ভাব বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
আরো পড়ুন : বনিবনা নেই বাস্তবে, কেমন সম্পর্ক অঙ্কিতার সঙ্গে? সত্যিটা বলেই দিলেন ‘জগদ্ধাত্রী’ নায়ক সৌম্যদীপ
করোনার সময়ে মল্লিকা এবং তাঁর মেয়ের চিকিৎসক ছিলেন রুদ্রজিৎ। সেই সূত্রেই আলাপ এবং তারপর ঘনিষ্ঠতা। আর এবার বিয়েটাও সেরে নিলেন দুজনে। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন অদিতি চট্টোপাধ্যায়, চাঁদনি সাহা, মধুপ্রিয়া চৌধুরীরা।