বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ইঁদুর দৌড়ের জীবনে দৈনন্দিন বিনোদন বলতে টেলিভিশন সিরিয়াল (Geeta LLB)। সেখানেও অবশ্য প্রতিযোগিতা কম নেই। অভিনেতা অভিনেত্রী, প্রযোজনা সংস্থা সবার মধ্যেই চলছে টক্কর। টিআরপিতে কে কতটা এগিয়ে থাকবে তা নিয়ে চিরকালীন লড়াই রয়েছে সিরিয়াল গুলির মধ্যে। তবে এবার খবর এল, সিরিয়াল আনা বন্ধ করছে এক নামী প্রযোজনা সংস্থা।
বড় সিদ্ধান্ত নিল এই নামী প্রোডাকশন হাউস (Geeta LLB)
বিভিন্ন চ্যানেলে দর্শকদের মন জয় করার জন্য হাজার একটা প্রযোজনা সংস্থা রয়েছে। এক একটি সংস্থার এক একটা সিগনেচার স্টাইল রয়েছে সিরিয়ালের (Geeta LLB), যা দেখে কোনটা কোন প্রোডাকশন হাউসের তাও বলা সম্ভব। তবে বছরের শুরুতেই শোনা যাচ্ছে, বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে স্টার জলসায়। এক নামী প্রোডাকশন হাউস খুব শীঘ্রই নাকি সরে যেতে চলেছে এই চ্যানেল থেকে।
টিআরপি তুলেও হল না লাভ: শোনা যাচ্ছে, ওই প্রযোজনা সংস্থা হল ব্লুজ প্রোডাকশন হাউস, যার জমজমাট সিরিয়াল ‘গীতা LLB’ (Geeta LLB) বর্তমানে চলছে স্টার জলসায়। শুধু এই একটি ধারাবাহিক নয়, জি বাংলায় ‘জগদ্ধাত্রী’ও ব্লুজ প্রোডাকশনের। আর এই দুটি সিরিয়ালই দারুণ টিআরপি তুলছে প্রতিবার। বিশেষ করে স্টারের গীতা তো পরপর তিন সপ্তাহ ধরে একটানা রয়েছে বেঙ্গল টপার।
আরো পড়ুন : আদৃতকে টেক্কা দিয়ে এগোলেন ‘রায়ান’ উদয়, সৌমিতৃষার অভাবে জনপ্রিয়তা হাওয়া ‘উচ্ছেবাবু’র?
কেন এমন সিদ্ধান্ত: এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, এই প্রযোজনা সংস্থাল তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন কোনো সিরিয়াল আনা হবে না স্টার জলসায়। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? স্টারে এই সংস্থার গীতা (Geeta LLB) সিরিয়াল প্রথম থেকেই টিআরপি তালিকার প্রথম দশে থেকেছে। দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছে সিরিয়ালটি। তারপরেও প্রোডাকশন হাউসের এমন সিদ্ধান্তের কারণ কী?
আরো পড়ুন : দীর্ঘ ১৫ বছর পর ফিরছে বেহুলা-লখিন্দর জুটি! আবেগঘন দর্শকরা, কোন সিরিয়ালে?
টেলিপাড়া সূত্রে খবর, বর্তমানে অন্য একটি চ্যানেলের সঙ্গে দুটি সিরিয়ালের প্রযোজনা করছে তাঁরা। সেই কারণে স্টার জলসায় আর কোনো নতুন সিরিয়াল না আনার সিদ্ধান্ত নিয়েছে এই প্রোডাকশন হাউজ। যদিও কোন চ্যানেলে দুটি নতুন সিরিয়াল আসছে তাদের তা এখনো জানা যায়নি।