টাকা ঢাললেই ভিডিও কলে বিনোদন, উত্তেজক ছবি শেয়ার করায় ব‍্যবসা লাটে ওঠার জোগাড় গেহানার

বাংলাহান্ট ডেস্ক: চর্চায় আবারো গেহানা বশিষ্ঠ (Gehana Vasisht)। গত বছরে রাজ কুন্দ্রার পর্ন ব‍্যবসার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তারও আগে উত্তেজক ভিডিও তৈরির অভিযোগে জেলের ঘানি টেনে এসেছিলেন গেহানা। মাঝে কিছুদিন ধামাচাপা পড়েছিল বিতর্ক। কিন্তু নিস্তরঙ্গ জীবনযাপন বোধহয় পছন্দ নয় গেহানার। না চাইতেই বিতর্ক টেনে আনেন তিনি।

ব‍্যাপারটা কী? আসলে বলিউডে কাজ না পাওয়ায় সোশ‍্যাল মিডিয়াকেই রোজগারের পথ বানিয়ে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে কখনো স্বল্পবসনা হয়ে, আবার কখনো সম্পূর্ণ টপলেস হয়ে ছবি শেয়ার করেন গেহানা। উদ্দেশ‍্য, নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ। নির্দিষ্ট পরিমাণ টাকা দিলেই গেহানা এবং অন‍্যান‍্য লাস‍্যময়ী মডেলদের সঙ্গে ভিডিও কল কিংবা লাইভে কথা বলার সুযোগ।

IMG 20220504 195506
প্রত‍্যেক ব‍্যবসার প্রচারেরই কিছু পন্থা আছে। গেহানা যে ব‍্যবসা করেন তার জন‍্য উত্তেজক ছবি দিয়েই প্রচার করতে হয়। কিন্তু সেটা করতে গিয়েই বিপাকে পড়েছেন গেহানা। নেটিজেনরা দেদারে রিপোর্ট মারছেন তাঁর ছবিতে। ফলে ব‍্যবসা বন্ধ হতে বসেছে।

শেষমেষ কাকুতি মিনতি শুরু করেছেন গেহানা। সোশ‍্যাল মিডিয়ায় তাঁর আর্জি, ‘কিছু মানুষ বিনা কারণে আমার পোস্টগুলিতে রিপোর্ট মারছেন। তাদের অভিযোগ, ওগুলো অশ্লীল। আমি জানি না কী করব। যদি কোনো সমাধান থাকে দয়া করে আমাকে বলুন। ততক্ষণ পর্যন্ত আমি সাধারণ পোস্ট করব। দয়া করে আমার পাশে থাকুন।’

Screenshot 2022 05 04 19 33 01 588 com.instagram.android
এর আগে রাজ কুন্দ্রার সমর্থনে সম্পূর্ণ নগ্ন হয়ে লাইভে এসেছিলেন গেহানা। তিনি লাইভে প্রকাশ‍্যেই স্বীকার করেছিলেন, এক টুকরোও কাপড় নেই তাঁর শরীরে। তাঁর প্রশ্ন ছিল, এটা কি পর্ন ভিডিও বলে মনে হচ্ছে?

গেহানার অভিযোগ ছিল, তিনি যখন সম্পূর্ণ নগ্ন হয়ে বসে রয়েছেন তখন কিন্তু তাঁকে কেউ কটাক্ষ করছেন না। কিন্তু অন‍্যান‍্য ফটোশুটে যখন কাপড় পরেই ক‍্যামেরার সামনে বসেন তিনি তখন তাঁকে পর্ন ছবির অভিনেত্রী বলা হয়। এটা কি ভণ্ডামি নয়?

Niranjana Nag

সম্পর্কিত খবর