এখনো শিক্ষা হল না! সোশ‍্যাল মিডিয়ায় সদর্পে নগ্ন শুটের ছবি শেয়ার করলেন রাজ-সহকারী গেহানা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গেহানা বশিষ্ঠ (gehana vasisht), পর্ন ভিডিও শুটের জন‍্য প্রথমে তিনিই গ্রেফতার হয়েছিলেন বলিউডে। তাঁর বিরুদ্ধে মাদক খাইয়ে জোর করে পর্ন শুট করানোর অভিযোগও এনেছিলেন উঠতি মডেল অভিনেত্রী। এতকিছুর পরেও জেল থেকে বেরিয়েই পর্ন কাণ্ডে ফেঁসে যাওয়া রাজ কুন্দ্রাকে সমর্থন করেছিলেন গেহানা। পর্ন ভিডিও শুটের পক্ষেই বারংবার সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে।

এবারে আর শুধু মুখে বলেননি গেহানা। কাজেও করে দেখিয়েছেন তিনি। সরাসরি নগ্ন শুটের সময়কার ছবিই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। শুট থেকে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গেহানা। কোনোটায় তাঁর পরনে শুধুই লাল অন্তর্বাস। বাকিগুলিতে সেটুকুও রাখার প্রয়োজন বোধ করেননি গেহানা। শুধুমাত্র একটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন উদ্ধার্ঙ্গ। চাদরের ফাঁকে স্পষ্ট তাঁর নগ্ন পিঠ ও কাঁধ।


ছবির ক‍্যাপশনে গেহানা লিখেছেন, ‘এই ছবিগুলি শুট করার সময়ে আমাদের চারপাশে ২০ জন লোক ছিল। আমার কোনো যৌন শোষন হয়নি। আমি মদ‍্যপ অবস্থায় ছিলাম না, সেটে কোনো জুসও পান করিনি আমি। সম্পূর্ণ সজ্ঞানে ছিলাম আমি। সর্বোপরি আমি ১৮ বছরের উর্দ্ধে এবং নিয়মিত শিল্পী। তাই এক দেড় বছর পর দয়া করে আমার প্রযোজকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনবেন না।’

https://www.instagram.com/p/CToX1ZwK3fV/?utm_medium=copy_link

এই শুটগুলি একটি পাঁচতারা হোটেলে হয়েছে বলে জানান গেহানা। তিনি আরো লিখেছেন, এই ছবিগুলির সঙ্গে রাজের কোনো সম্পর্ক নেই। তাই কেউ যেন তাঁকে ট্রোল না করে। ছবি পছন্দ না হলে স্রেফ এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন গেহানা।

https://www.instagram.com/p/CToYbz5qATz/?utm_medium=copy_link

এর আগেও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল থেকে লাইভে এসেছিলেন গেহানা, তাও আবার সম্পূর্ণ নগ্ন নয়। তিনি লাইভে প্রকাশ‍্যেই স্বীকার করেন, এক টুকরোও কাপড় নেই তাঁর শরীরে। তিনি প্রশ্ন করেন, এটা কি পর্ন ভিডিও বলে মনে হচ্ছে?

https://www.instagram.com/p/CTrDe4hqjSh/?utm_medium=copy_link

গেহানার অভিযোগ, তিনি যখন সম্পূর্ণ নগ্ন হয়ে বসে রয়েছেন তখন কিন্তু তাঁকে কেউ কটাক্ষ করছেন না। কিন্তু অন‍্যান‍্য ফটোশুটে যখন কাপড় পরেই ক‍্যামেরার সামনে বসেন তিনি তখন তাঁকে পর্ন ছবির অভিনেত্রী বলা হয়। এটা কি ভণ্ডামি নয়? প্রশ্ন গেহানার। লাইভে এসে ফলোয়ারদের সঙ্গে কথাও বলেছিলেন গেহানা।

X