১০ বছরের বিরতি! স্বামী রিতেশের হাত ধরেই ফের বলিউডে ফিরছেন জেনেলিয়া

বাংলাহান্ট ডেস্ক : একসঙ্গে তাঁরা কাটিয়ে ফেলেছেন বেশ কয়েকটা বছর। দুই সন্তানের অভিভাবকও হয়েছেন। তাঁদের প্রেমকাহিনী হার মানাবে বলিউডের (Bollywood) যে কোনো ছবিকে। এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। অবশেষে বাধা পড়েন সাতপাকে। যদিও তাঁদের এই পথ মোটেই ছিলনা সহজ। কথা হচ্ছে রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) এবং জেনেলিয়া দেশমুখকে (Genelia Deshmukh) নিয়ে।

রীতেশের প্রেমে মণিমাণিক্যের সন্ধান পেয়েছিলেন জেনেলিয়া। কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় থাকলেও প্রেমিকের হাত শক্ত করেই ধরে ছিলেন অভিনেত্রী। রীতেশই ছিলেন তাঁর প্রথম এবং শেষ পছন্দ। বর্তমানে তিনি দুই পুত্র সন্তানের মা। কিন্তু তাঁদের প্রেমটা রয়ে গেছে সেই একই রকম। প্রায় ১০ বছর বিরতির পর স্বামীর হাত ধরেই তিনি ফিরে আসেন অভিনয় জগতে।

Riteish Deshmukh-Genelia Dsouza

বিয়ের পরেই অভিনয় ছেড়ে ঘরকন্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন জেনেলিয়া। এই বিষয়টি মোটেই ভালো চোখে নেননি অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেরই মতে, রাজনৈতিক পরিবারে বিয়ে করার কারণেই হয়ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন জেনেলিয়া। অনেকেই আবার অভিনেত্রীর দিকে সোজাসুজি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। যদিও খুব বেশিদিন মুখে কুলুপ এঁটে রাখেননি রীতেশ পত্নী। কারিনা কাপুরের শোয়ে মুখ খুলেছেন তিনি।

Riteish Deshmukh-Genelia Dsouza

দীর্ঘদিন পর স্বামীর হাত ধরেই অভিনয় জগতে ফিরেছেন জেনেলিয়া। কেন তিনি অভিনয় ছেড়েছিলেন? শ্বশুরবাড়ি থেকে কি কোনওরকম চাপ দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘না না একেবারেই তেমন কিছু নয়। আমি কাজের মাঝে কেবল একটু ছুটি নিতে চেয়েছিলাম’।

Riteish Deshmukh-Genelia Dsouza

স্ত্রীয়ের হাত বরাবরই শক্ত করে ধরে রেখেছেন রীতেশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হওয়ার পরেও কঠোর নিয়মের বেড়াজালে আটকে থাকতে হয়না জেনেলিয়াকে। তিনি সেটাই করতে পারেন যেটা তাঁর নিজের ইচ্ছে হয়। অভিনেতার কথায়, ‘ আমার কাছে পরিবার মানে আমার স্ত্রী এবং দুই সন্তান। আমি কখনই আমার স্ত্রীয়ের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিনি। ও সেটাই করতে পারে যেটা ওর পছন্দ’।

additiya

সম্পর্কিত খবর