বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল জে জে সিং (General Joginder Jaswant Singh)। চণ্ডীগড়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন। শেখাওয়াত এবং বিজেপির পাঞ্জাব ইউনিটের প্রধান অশ্বানি শর্মা জেনারেল সিংকে দলে স্বাগত জানিয়েছেন। প্রাক্তন সেনাপ্রধান ২০১৮ সালে শিরোমণি আকালি দল ত্যাগ করেছিলেন।
জেনারেল সিং ২০১৭ সালে অকালি দলে যোগ দিয়েছিলেন। তিনি পাতিয়ালা থেকে কংগ্রেস প্রার্থী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। সেই সময় তিনি অমরিন্দরের কাছে পরাজিত হন। জে জে সিং অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন। ২০০৫ সালে তিনি সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হওয়া প্রথম শিখ ধর্মাবলম্বী ছিলেন।
অন্যদিকে বুধবার সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। দিল্লিতে বিজেপির সদর দফতরে ইউপি বিজেপির সভাপতি স্বাধীন দেব সিংয়ের উপস্থিতিতে দলে যোগ দেন অপর্ণা। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও উপস্থিত ছিলেন।
Delhi | Aparna Yadav, former Uttar Pradesh Chief Minister Mulayam Singh Yadav's daughter-in-law joined BJP today in the presence of deputy CM Keshav Prasad Maurya & BJP State president Swatantra Dev Singh pic.twitter.com/gKjIhF4VD2
— ANI (@ANI) January 19, 2022
বিজেপিতে যোগ দেওয়ার পর অপর্ণা যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, আমার কাছে দেশ সবার আগে। আমি এখন দেশ পূজা করতে বের হয়েছি। আমি বরাবরই প্রধানমন্ত্রীর দ্বারা প্রভাবিত হয়েছি। আমি সবসময় ভারতীয় জনতা পার্টির পরিকল্পনা দ্বারা প্রভাবিত হয়েছি।