বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলায় আমাদের প্রত্যেকের পরিচয় হয়েছিল সাধারণ জ্ঞান (General knowledge) বিষয়টির সাথে। তারপর যত আমরা বড় হয়েছি ততই এই বিষয়টি থেকে আমাদের চ্যুতি ঘটেছে। তবে সাধারণ জ্ঞান (General knowledge) এমন একটি বিষয় যা প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। তাই সাধারণ জ্ঞানের বিষয়ে ধারণা রাখতে হলে আমাদের নিয়মিত চর্চা করে যেতে হবে।
সাধারণ জ্ঞানের (General knowledge) বিভিন্ন প্রশ্ন-উত্তর সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়। যারা বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ধরনের সাধারণ জ্ঞানের (General knowledge) প্রশ্ন ও উত্তর নিয়মিত চর্চা করা প্রয়োজন। আমরা আজকের প্রতিবেদনে তেমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি যা আপনাদের জ্ঞান বিকাশের ক্ষেত্রে সহায়তা করতে পারে।
আরোও পড়ুন : পুজোর আগেই উপহারে DA বাড়ালো কেন্দ্র! বিরাট লক্ষ্মীলাভ সরকারি কর্মীদের
প্রশ্ন: আপনি কি জানেন একটি হাতির মুখে কয়টি দাঁত থাকে?
উত্তর: সঠিক উত্তর হল 26। একটি হাতির মুখে মোট 26টি দাঁত থাকে যার মধ্যে 2টি বাইরের দিকে থাকে।
প্রশ্নঃ কোন ব্লাড গ্রুপের মানুষকে মশা সবচেয়ে বেশি কামড়ায়?
উত্তর: এই প্রশ্নের সঠিক উত্তর হল ‘ও’ রক্তের গ্রুপ। ‘ও’ ব্লাড গ্রুপের মানুষদের মশা সবচেয়ে বেশি কামড়ায়।
আরোও পড়ুন : তাকিয়ে দেখবে গোটা বিশ্ব! ভারতের আকাশে দাপট দেখাবে দেশ-বিদেশের ফাইটার জেট, দিন ঘোষণা “তরঙ্গ শক্তি”-র
প্রশ্নঃ কোন প্রাণীটি কয়েক নিদ্রায় ঘুম পূর্ণ করে?
উত্তর: সঠিক উত্তর জিরাফ। যদিও জিরাফ 4.5 ঘন্টা ঘুমায়, কিন্তু সে এই ঘুমটি 5-5 মিনিটের ঘুমের মধ্যে শেষ করে।
প্রশ্ন: আপনি কি সেই প্রাণীর কথা জানেন যার সন্তান জন্মের 30 মিনিটের মধ্যে দৌড়াতে শুরু করে?
উত্তর: সঠিক উত্তর জিরাফ। একটি বাচ্চা জিরাফ জন্মের 30 মিনিটের মধ্যে দৌড়াতে শুরু করে।
প্রশ্নঃ আপনি কি জানেন মানবদেহের কোন কোন অঙ্গ সারা জীবন বাড়তে থাকে?
উত্তর: মানবদেহে নাক-কান সারাজীবন বাড়তে থাকে, চোখ একই থাকে।