কেটে দিন মাথা, তবুও দিব্যি বেঁচে পারবে এই প্রাণীটি! জানতেন আপনি? উত্তর শুনলে মাথা চুলকোবেন

বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলায় আমরা সাধারণ জ্ঞানের বই অনেক পড়েছি। স্কুলের পাঠ্য হিসাবে তো বটেই, লোকাল ট্রেনেও এই ধরনের বই কিনতে পাওয়া যায়। তবে সময়ের সাথে আমরা সাধারণ জ্ঞান বিষয়টি থেকে মুখ ফিরিয়ে নিই। কিন্তু যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সাধারণ জ্ঞানের (General knowledge) প্রশ্নোত্তর জেনে রাখা অত্যন্ত জরুরি।

লিখিত পরীক্ষা তো বটেই, ইন্টারভিউ রাউন্ডেও এমন অনেক প্রশ্ন থাকে যা সাধারণ জ্ঞান থেকে করা হয়। আজ আমরা একটি মজার সাধারণ জ্ঞানের টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা সবাই জানি প্রত্যেকটি প্রাণীর প্রধান অঙ্গ হচ্ছে তার মাথা। একটি প্রাণীর দেহ থেকে যদি মাথা কেটে দেওয়া হয় তাহলে সে আর জীবিত থাকতে পারে না।

আরোও পড়ুন : বেকারদের জন্য এবার কল্পতরু রাজ্য সরকার! কদিনের মধ্যে হবে নয়া ব্যবস্থা, উচ্ছ্বসিত বঙ্গবাসী

তবে জানেন আমাদের আশেপাশেই এমন একটি প্রাণী রয়েছে যার মাথা কেটে দিলেও দিব্যি বেঁচে থাকে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমাদের আশেপাশে থাকা এই প্রাণীটি পৃথিবীর একমাত্র প্রাণী যার মাথা কেটে দিলেও বেঁচে থাকে। অনেকেই এই প্রশ্ন শুনে মাথা চুলকাবেন। তবে আপনাদের বলি এই প্রাণীটি হল আরশোলা (Cockroach)।

আরোও পড়ুন : বিতর্কে নীল-শ্যামৌপ্তির অমর সঙ্গী! শুরুর আগেই সম্ভাব্য স্লট ঘিরে তুমুল জলঘোলা

প্রায় প্রত্যেকটি বাড়িতেই দেখা যায় এই প্রাণীটিকে। তবে আপনারা কখনো চিন্তা করতেও পেরেছিলেন যে আরশোলা (Cockroach) মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে? মস্তক বিহীন অবস্থায় একটি আরশোলা প্রায় এক সপ্তাহ বেঁচে থাকতে পারে। প্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রাণীটির শারীরিক গঠনের জন্যই এমনটা সম্ভব হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যদি আরশোলার মাথা কেটে দেওয়া হয় তাহলে নিঃশ্বাস নেয় কী করে?

cockroach in home

 

আসলে আরশোলা (Cockroach) তার শরীরের উপর থাকা অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থেকে নিঃশ্বাস গ্রহণ করে। এই কারণে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাওয়ার পরও আরশোলা নিঃশ্বাস গ্রহণ করতে পারে। তবে মাথা না থাকার কারণে আরশোলা এক সপ্তাহ খাবার গ্রহণ বা জল পান করতে পারেনা। এই কারণে সপ্তাহখানেক পর মৃত্যু হয় মুন্ডু বিহীন আরশোলার (Cockroach)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর