আঙুলের ছাপ ছাড়া আর কোন অঙ্গটি প্রতিটি মানুষের আলাদা? উত্তর দিতে হিমশিম খান বহুজনেই

বাংলাহান্ট ডেস্ক : এ বিশ্ব জুড়ে রয়েছে কত জানা-অজানা বিষয়। তার মধ্যে আমরা আর কতটুকুই বা জেনেছি? তবে যারা জ্ঞানের সন্ধানী হন তারা নিয়মিত সাধারণ জ্ঞানের (General knowledge) বই পড়েন। শুধু নিজেদের জ্ঞান বৃদ্ধি করা নয়, চাকরির পরীক্ষায় এই ধরনের সাধারণ জ্ঞানের (General knowledge) প্রশ্ন এসে থাকে।

সাধারণ জ্ঞানের (General knowledge) সহজ প্রশ্ন

সাধারণ জ্ঞানের (General knowledge) এই প্রশ্নগুলি শুনতে সহজ লাগলেও, উত্তর দিতে গিয়ে হিমশিম খেতে হয়। এই বিশ্বজুড়ে এমন বহু জিনিস রয়েছে যা প্রতি মুহূর্তে আমাদের অবাক করে দেয়। প্রকৃতির অবর্ণনীয় লীলার শিকার আমরা সবাই। পৃথিবীতে রয়েছে কত দেশ, রয়েছে কত ধরনের ভিন্ন প্রজাতির প্রাণী, তবুও তাদের মধ্যে মানুষ এক ও অদ্বিতীয়।

আরোও পড়ুন : লিখিত পরীক্ষা অতীত, এবার শুধু ইন্টারভিউ ক্র্যাক করলেই কেল্লাফতে! চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

মানুষের এই এক ও অদ্বিতীয় প্রাণী হয়ে ওঠার পেছনে রয়েছে তার বুদ্ধি। তবে আমাদের মানব শরীরে এমন বহু অজানা তথ্য রয়েছে যা আমরা জানলে বিশ্বাসই করতে পারিনা। যেমন আসা যাক আজকের টপিকটিতে। আমরা জানি আমাদের প্রত্যেকের হাতের ছাপ একে অপরের থেকে ভিন্ন। অনেক সময় পুলিশ বা গোয়েন্দারা অপরাধীদের চিহ্নিত করে ফেলেন এই হাতের ছাপ শনাক্ত করে।

White Tongue 1200x899 1

তবে জানেন আমাদের মানব শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যেটি অন্যদের থেকে ভিন্ন! বলতে পারবেন সেটি কোনটি? নিশ্চয়ই শুনতে খুব অবাক লাগছে?আমাদের শরীরে এমন আরো একটি অঙ্গ রয়েছে যেটি অন্য কারোর সাথে মেলে না। এই অঙ্গটি হচ্ছে জিভ (Tongue)। জানলে অবাক হবেন জিভের ছাপ একে অপরের থেকে ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ আঙুলের ছাপের মতোই জিভের ছাপ প্রত্যেকটি মানুষের আলাদা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর