পুলিশকে আপনার ভাষায় কি বলে জানেন? এই সহজ প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়ে যায় সবাই

বাংলা হান্ট ডেস্কঃ জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান হলো এমন একটি বিষয়, যা আমাদের প্রাত্যহিক জীবন হোক কিংবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সর্বত্রই কাজে লাগে। কথায় বলে, যে মানুষের জেনারেল নলেজ যত বেশি, সে জীবনের সব রকম পরীক্ষাতেই খুব সহজে উত্তীর্ণ হয়। এর মাধ্যমে এমন বেশ কিছু প্রশ্নের উত্তর জানা যায়, যা আমাদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করে তোলে। কখনো কখনো আবার এই সকল প্রশ্নের উত্তর বেশ বৈচিত্র্যপূর্ণ হয়!

সাম্প্রতিক সময়ে দেশে চাকরির জন্য চেষ্টা করে চলেছে বহু যুবক-যুবতী। তবে চাকরির জন্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে গেলে সবার প্রথমে যেটি দরকার পড়ে, তা হল জেনারেল নলেজ। মার্কেটে এই সংক্রান্ত একাধিক বইও পাওয়া যায়, যেখানে প্রশ্ন সহ উত্তর আপনি পেয়ে যাবেন। তবে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন বেশ কিছু জেনারেল নলেজের প্রশ্ন, যার উত্তর যেমন অবাক করে তুলবে, ঠিক তেমনভাবে মুহূর্তের মধ্যে বৃদ্ধি পাবে আপনার জ্ঞান।

প্রশ্ন: গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কিসের ওপর নির্ভর করে?
উত্তর: রাজ্য সরকার।

প্রশ্ন: রাষ্ট্রপতি কোন ধারায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে?
উত্তর: 356 ধারা।

প্রশ্ন: কোনো কারণে রাষ্ট্রপতির মৃত্যু হলে কিংবা ইস্তফা দিলে তাঁর কার্যালয়ের কার্যভার কে সামলান এবং তা কতদিন দীর্ঘায়িত হয়?
উত্তর: উপরাষ্ট্রপতি, সর্বোচ্চ 6 মাস।

প্রশ্ন: ভারতে সর্বপ্রথম মানব বিকাশ রিপোর্ট জারি হয়েছিলো কোন রাজ্যে?
উত্তর: মধ্যপ্রদেশ।

প্রশ্ন: পুলিশকে আঞ্চলিক ভাষায় কি বলে?
উত্তর: পুলিশকে আঞ্চলিক ভাষায় পুলিশ-ই বলে। তবে আঞ্চলিক ভাষায় পুলিশের অর্থ অনেক সময় কনস্টেবল, নগরপাল, সিটি গার্ডও হয়ে থাকে।


Sayan Das

সম্পর্কিত খবর