জানেন, এই নারীই ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক! উত্তর দিতে গিয়ে মাথার চুল ছেঁড়েন বহুজন

বাংলাহান্ট ডেস্ক : ইন্টারভিউ রাউন্ডে পাশ করলেই আমাদের চাকরি নিশ্চিত হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নকর্তারা আমাদের এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যা অনেক সময় আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। কিন্তু সেই সব প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে আপনারা ইন্টারভিউ (Interview) রাউন্ডে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন।

সেক্ষেত্রে জেনারেল নলেজের (General knowledge) গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তার, অন্যদিকে বেশ মজার। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে বেসরকারি চাকরির ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

1. পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত?

উত্তর: 2,933 কিমি

2. ভারতীয় গণপরিষদ কবে ভারতের তেরঙা পতাকাকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে?

উত্তর: 22 জুলাই 1947 সালে

3. কোন খেলায় “ডাবল ফল্ট” শব্দটি ব্যবহৃত হয়?

উত্তরঃ টেনিস

4. কোন খেলায় “পেনাল্টি কিক” শব্দটি ব্যবহৃত হয়?

উত্তরঃ ফুটবল

5. কোন খেলায় “পেনাল্টি স্ট্রোক” শব্দটি ব্যবহৃত হয়?

উত্তরঃ হকি

আরোও পড়ুন : ১১০ বছর বয়সে প্রেম! কবরে যাওয়ার আগে হাঁটুর বয়সী মহিলার সঙ্গে চতুর্থ বিয়ে পাকিস্তানের চাচার

6. পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ বিষ্ণু শর্মা

7. 1954 সালে ভারত ও চীনের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ পঞ্চশীল চুক্তি

8. ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?

উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ

9. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল?

উত্তরঃ মুলশঙ্কর

10. ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ কত?

উত্তর: 5 বছর বা 65 বছর বয়স পর্যন্ত যেটা আগে হয়।

আরোও পড়ুন : সবথেকে দামি! ডোনাকে জন্মদিনে কী উপহার দিলেন সৌরভ? জেনে আপনিও দিতে চাইবেন নিজের স্ত্রীকে

11. ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ ইন্ডিয়ান মিলিটারি একাডেমী দেরাদুন উত্তরাখন্ডে অবস্থিত।

12. কে ভারতের রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন?

উত্তর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

13. ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপাদন হয়?

উত্তরঃ উত্তরপ্রদেশ

14. ভারতে রেগুলেটিং অ্যাক্ট আইনটি কোন সালে কার্যকর হয়?

উত্তর: 1773 সালে

interview xcaefca

15. ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?

উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ

16. ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

উত্তরঃ ডঃ ভীমরাও আম্বেদকর

17. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব জি-এর জন্ম কোথায় হয়েছিল?

উত্তরঃ নানকানা সাহেব পাকিস্তান

18. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন?

উত্তর: রাষ্ট্রপতি 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন।

19. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ৮ই মার্চ

20. ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?

উত্তরঃ রাজিয়া সুলতান

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর