৪, ৫, ১১ কোনটাই নয়! কেন শুধুমাত্র ৭ পাকেই বিয়ে হয়? আজও উত্তর জানেন না বহুজনেই

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে এই ধরনের পরীক্ষা ও ইন্টারভিউতে (Interview) সাধারন জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যারা অতীতে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা নিয়মিত সাধারণ জ্ঞানের চর্চা করতেন।

অংক, ইংরেজি ইত্যাদি বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের চর্চাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে। আপনারা যদি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই নিয়মিত সাধারণ জ্ঞানের (General knowledge) প্রশ্ন ও উত্তর ঝালাই করুন। আমরা বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আসছি আপনাদের জন্য। আজও তেমন কিছু প্রশ্ন ও উত্তর থাকল এই প্রতিবেদনে।

 

1. প্রশ্নঃ কে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় নেয়?

উত্তর :- ভাবতেই পারেন কচ্ছপ জাতীয় কিছু, কিন্তু না। আসল উত্তর ঘণ্টার কাঁটা।

2. প্রশ্ন:গরু দুধ দেয়, মুরগি ডিম! কিন্তু এই দুটো জিনিসই কে দেয়?

উত্তর :- দোকানদার, এছাড়াও প্ল্যাটিপাস দুধ, ডিম উভয়ই দেয়।

3. প্রশ্নঃশৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?

উত্তর: চোখ

4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?

উত্তরঃ পার্স।

5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?

উত্তরঃ শরৎকালে।

আরোও পড়ুন : পুজোর আগেই ভোলবদল! আমূল পরিবর্তন দীঘায়, গেলেই নয়া রূপ দেখবেন সৈকত নগরীর

6. প্রশ্ন: বিশ্বে সবথেকে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে?

উত্তর:- ভারত।

7. প্রশ্ন: এমন কী জিনিস আছে, যেটা জল পান করলেই মরে যায়!

উত্তরঃ পিপাসা বা তৃষ্ণা।

8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??

উত্তর: ধূমপান দণ্ড।

9. প্রশ্নঃএমন কী কাজ আছে, যা অবিবাহিত মহিলারা করলে সমাজে ছিঃ ছিঃ পড়ে যায়!

উত্তর: সিঁথিতে সিঁদুর দিলে।

interview job questions

10. প্রশ্নঃ বিয়েতে কেন মাত্র 7 রাউন্ড নেওয়া হয়, কেন 5 বা 9টি নয়?

উত্তরঃ আপনি যদি গণিতের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর দেন তবে তা হবে। যখন কেউ বাঁক নেয়, তখন তা 360 ডিগ্রি। 360 এমন একটি সংখ্যা যা 1, 2, 3, 4, 5, 6, 8, 9 এবং 10 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা নয়। যে কারণে কেউ বিয়ে ভাঙতে বা ভাঙতে পারে না, সেজন্যই সাত রাউন্ড নেয় তারা।কিন্তু এখন প্রশ্ন আসে ১১টা ঘটতে পারে, ১৩টাও ঘটতে পারে। সুতরাং এর পিছনে যুক্তি হল যে এটি সবচেয়ে ছোট সংখ্যা যা এটিকে ভাগ করে না। সব নম্বর দেখা গেলে রাউন্ড শেষ হবে না। তাই তারা মনে করেন যে ক্ষুদ্রতম সংখ্যার সমান রাউন্ড নিয়ে সবচেয়ে বড় কাজটি করা যেতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর