বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তর বেশ ট্রেন্ডে আছে। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তার, অন্যদিকে বেশ মজার। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে বেসরকারি চাকরির ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ইন্টারভিউ রাউন্ডে পাশ করলেই আমাদের চাকরি নিশ্চিত হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নকর্তারা আমাদের এমন কিছু সাধারণ জ্ঞানের (General knowledge) প্রশ্ন জিজ্ঞাসা করেন যা অনেক সময় আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। কিন্তু সেই সব প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে আপনারা ইন্টারভিউ রাউন্ডে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন 1 – বলুন তো, এমন কোন ফল যা মিষ্টি হয়েও বিক্রি হয় না?
উত্তর 1 – আসলে সেই ফল পরিশ্রমের ফল, যা মিষ্টি হয়েও বিক্রি হয় না।
প্রশ্ন 2 – আপনি কি জানেন সেই জিনিসটি কী, যা একজন পুরুষ লুকিয়ে রাখে এবং একজন মহিলা দেখিয়ে চলে?
উত্তর 2 – আসলে, সেই জিনিসটি হল পার্স, যা একজন পুরুষ লুকিয়ে নিয়ে যায় এবং একজন মহিলা এটি দেখিয়ে।
প্রশ্ন 3 – এমন জিনিস কী, যা আমরা খাই, পান করি এবং পোড়াও?
উত্তর 3 – দয়া করে বলুন যে নারকেলই একমাত্র জিনিস, যা আমরা খাই, পান করি এবং পোড়াও।
প্রশ্ন 4 – বলুন তো সেই জিনিসটা কী, নাম নিলেই ভেঙ্গে যায়?
উত্তর 4 – আসলে নীরবতা বা নীরবতা হল সেই জিনিস, যার নাম বলা মাত্রই ভেঙ্গে যায়।
প্রশ্ন 5 – সর্বোপরি, সেই জিনিসটি কী যা পা ছাড়াই অবিরাম চলতে থাকে?
উত্তর 5 – আমরা আপনাকে বলি যে জিনিসটি একটি ঘড়ি, যা পা ছাড়াই অবিরাম চলতে থাকে।
প্রশ্ন 6 – সেই মাছটি কোনটি যেটি জলে সাঁতার কাটে, জমিতে হাঁটে এবং বাতাসে উড়ে যায়?
উত্তর 6 – আসলে সেই মাছটির নাম ‘গরনাই মাছ’, যেটি জলে সাঁতার কাটে, জমিতে হাঁটে এবং বাতাসে ওড়ে।