বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপটা (Qatar World Cup 2022) একেবারেই ভালো যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। সদ্যসমাপ্ত এই বিশ্বকাপে কেবলমাত্র একবার বল জালে জড়াতে পেরেছেন পর্তুগিজ মহাতারকা! তারমধ্যে বিশ্বকাপে কোনও ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে থাকেননি তিনি। নক আউট পর্যায়ে এসে আর তার প্রথম একাদশেই রাখা হয়নি, যা নিয়ে সরাসরি কোনও অভিযোগ না করলেও ব্যাপারটা যে তার পছন্দ হয়নি, তা টুর্নামেন্ট চলাকালীন তার অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল।
পর্তুগাল অবশ্য কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেনি। ‘শেষ ১৬’ পর্বে সুইজারল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও কোয়ার্টার ফাইনালে মরক্কোর ডিফেন্সকে ভেদ করতে ব্যর্থ হয়েছিল পর্তুগাল। মরিয়া চেষ্টা সত্ত্বেও পর্তুগিজ গোলরক্ষক ‘ইয়াসিন বোনো’-র দস্তানায় তাদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং মরক্কো ১-০ ফলে জিতে সেমিফাইনালে পৌঁছে যায়।
চোখের জলে মাঠ ছেড়েছিলেন সিআরসেভেন। তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন। কিন্তু পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সেখানেও তার উপস্থিতি অত্যন্ত কমে গিয়েছে। এমন অবস্থাতে তাকে বড়দিনে (Christmas) বিশেষ উপহার দিলেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ (Georgina Rodriguez)।
বড়দিনের উপহার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একটি বিশেষ ও বহুমূল্য রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছেন। উপহারটি দেখতে পেয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও বেশ অবাক হয়ে গিয়েছিলেন। তবে শুধু রোনাল্ডো নন, তার প্রত্যেক সন্তানকেও আলাদা করে নানান উপহার দিয়েছেন রোনাল্ডোর বান্ধবী এই বিশেষ দিনে।
View this post on Instagram
এইমুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের অংশ নন। বিশ্বকাপের ঠিক আগে নিজের প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) বিরুদ্ধে বিস্ফোরক কিছু মন্তব্য করে ক্লাব কি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করিয়েছিলেন সিআর সেভেন। তারপর পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে সেই নিয়ে জল্পনা অব্যাহত। তিনি কি সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nasser) যোগ দেবেন নাকি ইউরোপের কোন বড় ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য যোগ দেবেন, তা নিয়ে এখনো অন্ধকারে গোটা ফুটবল বিশ্ব।