বোমা হামলার হুমকি জার্মানির মসজিদে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বোমাতঙ্ক এর কারনে খালি করে দেওয়া হয়েছে জার্মানির বেশ কয়েকটি মসজিদ। বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে জার্মানির বেশ কয়েকটি মসজিদে হামলার হুমকি দেওয়া হয়। ইমেইল টি পাওয়ার পরে বিভিন্ন মসজিদে পুলিশ নিরাপত্তার জন্য তল্লাশি চালায়।

জানা গিয়েছে,দক্ষিণ জার্মানির বেভারিয়াতে খালি করে দেওয়া হয়েছে দুটি মসজিদ। ওই মসজিদে ইমেইল করে হুমকির কথা জানানো হয়েছিল। একটি ডানপন্থী সংগঠন জেলে থাকা তাদের সদস্যদের ছেড়ে দিতে বলে না হলে তারা নামাজ চলাকালীন মুসলিমদের ওপর হামলা করার হুমকি দেয়।

পুলিশরা মসজিদ থেকে সন্দেহজনক কিছু পায়নি। মসজিদের ভেতর প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানোর পর তারা মসজিদগুলি বন্ধ করে দিয়েছে।

X