বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার সকালে একটি কেএলএম ফ্লাইটে আমস্টারডামের (Amsterdam) উদ্দেশ্যে রওনা হয়েছেন এডগার্ড জিয়েবাট (Edgard Ziebat)। দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এরিয়ায় প্রায় ২ মাস ধরে আটকে ছিলেন জার্মানির এক বাসিন্দা। অবশেষে মঙ্গলবার আমস্টারডামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। জানা গিয়েছে, বছর তেতাল্লিশের এই জার্মান ব্যক্তি এডগার্ড জিয়েবাটের নামে তাঁর নিজের দেশে বেশ অনেকগুলোই পুলিশ কেস রয়েছে। একাধিক মামলায় বারবার পুলিশের খাতায় নাম উঠেছে তাঁর।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে একটি কেএলএম ফ্লাইটে আমস্টারডামের উদ্দেশ্যে রওনা হয়েছেন এডগার্ড। বিমানে ওঠার আগে তাঁর কোভিড টেস্ট হয়েছিল। রিপোর্ট এসেছে নেগেটিভ। তারপরেই এই জার্মান ব্যক্তিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এতদিন তাঁর খাওয়াদাওয়া এবং বাকি সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দেখভাল করেছেন বিমানবন্দরের কর্মীরাই। যাত্রীবাহি বিমান পরিষেবা বন্ধ থাকলেও কার্গো ফ্লাইট চালু থাকার কারণে বিমানবন্দরের একটা নির্দিষ্ট অংশ প্রায় রোজই খোলা হত। সেখানকারে হাতেগোনা দু-চারটে দোকান থেকেই আসত এডগার্ডের খাবার। খবরের কাগজ কিংবা ম্যাগাজিন পড়ে বা গ্রাউন্ড স্টাফদের সঙ্গে গল্প করেই এই ২ মাস সময় কাটীয়েছেন এডগার্ড।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ দিল্লিতে পৌঁছন বছর ৪৩-এর এডগার্ড জিয়েবাট। ভিয়েতনামের রাজধানী হানোই থেকে ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। ভিয়েত জেট-এ করে যেদিন এডগার্ড দিল্লি বিমানবন্দরে নামেন সেদিনই তুরস্ক থেকে আসা এবং যাওয়ার সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে ভারত সরকার। এর চারদিন পরেই ভারতে সম্পূর্ণ ভাবে বন্ধ হয় বিমান ওঠানামা। তারপর জারি হয়ে যায় লকডাউনও। ফলে আর দেশে ফেরা হয়নি এডগার্ডের।
এরপর জার্মান এমব্যাসির সঙ্গে যোগাযোগ করা হলে তারা এডগার্ডের ক্রিমিনাল রেকর্ডের ব্যাপারে ভারত সরকারকে জানায়। এবং সেই সঙ্গে করোনার কারণে সারা বিশ্বের এমন জটিল পরিস্থিতিতে অপরাধের সঙ্গে যুক্ত এডগার্ডকে ফিরিয়ে নিতেও অস্বীকার করে জার্মান প্রশাসন। অন্যদিকে তাঁকে ভিসা দেয়নি ভারতও। ফলে বিমানবন্দরের ট্রানজিট জোনেই ঠাঁই হয় তাঁর। ৫৪-৫৫ দিন ধরে সেখানেই ছিলেন এডগার্ড। অবশেষে এবার আমস্টারডামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।