করোনা আতঙ্কে হাত মেলাতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার, বিপাকে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে

ইতিমধ্যে করোনার ভাইরাস মহামারী আকারে ধারন করেছে। আর চিনের পরে এখন ইরানে এই করোনার প্রভাব ছড়িয়েছে। এই ভাইরাসে সংক্রামিত হয়ে মানুষ এমন ভয় পেয়েছে যে তারা একে অপরের থেকে দূরে সরে থাকছে। পাশাপাশি খাবার নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। তাই খাবার থেকে স্বাভাবিকভাবেই সবার একটা আতঙ্ক ছড়িয়েছে।করোনার আতঙ্ক এমন হয়েছে যে  জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলও এমন কিছু ঘটনার সাক্ষি হয়ে থেকেছেন।

সম্প্রতি একট বৈঠকের পরে যখন অ্যাঞ্জেলা মের্কেল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হাত মিলাতে যান তখন স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার চ্যান্সেলরে তা অস্বীকার ক্রেন।আর ঘটনার পর পরই অ্যাঞ্জেলা মের্কেল নিজেই অস্বস্তিতে পড়ে যান।পরে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল নিজেই এটিকে ন্যায়সঙ্গত করেছেন। তিনি বলেন, ‘এটি একদম সঠিক কাজ’ । আবার অন্যদিকে পালটা একই সময়ে সিহোফার বলেছেন, ‘যখন থেকে আমি করোনার ভাইরাসের কথা শুনেছি তখন থেকেই আমি সাবধানতা নিচ্ছি।

আমি মানুষের সাথে হাত মেলানো বন্ধ করে দিয়েছি। কেউ যদি হাত এগিয়ে দেন তবে , আমি হ্যালো বলি। আমি মনে করি এটি একটি ভাল সংস্কৃতি। সিহোফারও আশা করেছিলেন যে আগামী মাসের মধ্যে করোনার ভাইরাস ভ্যাকসিনটি পাওয়া যাবে।কিন্তু তা হয়নি, আর বিজ্ঞানীরা এ নিয়ে দ্রুত কাজ করছেন।জার্মানিতে করোনার ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১৫৭ আর এখন তা বেড়ে ১৮৮ তে গিয়ে দাড়িয়েছে।

ডিসেম্বরে চীনের উহান শহরে ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল।  তারপর থেকে এই আতঙ্ডাক সারা বিশ্বে ছড়াতে শুরু করে। আর এর লক্ষন গুলি  , জ্বর, কাশি, শ্বাসকষ্ট । আর  এর লক্ষণ থেকেই সাবধান হোয়া দরকার ।  আর এখনও অবধি ভাইরাসটি ছড়িয়ে পড়ার জন্য কোনও ভ্যাকসিন তৈরি করা হয়নি।  থাইল্যান্ড, ভারত, ইরান, ইতালি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।


সম্পর্কিত খবর