এবার রাজ্যের এই প্রকল্পের কাছে পাত্তা পাবেনা স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডার! ঘরে বসেই পান ১,৫০০ টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সাধারণ মানুষদের কথা ভেবে এবং তাঁদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প শুরু করা হয়েছে সরকারের তরফে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গেও (West Bengal) রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্প পরিচালনা করা হচ্ছে। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে সমগ্র রাজ্য জুড়ে।

তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি প্রকল্পের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলিকেও টেক্কা দিয়েছে। এমনিতেই সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে সর্বত্র একটি আকল পরিলক্ষিত হয়েছে। এমন পরিস্থিতিতে, সাধারণ বেকার যুবক-যুবতীদের কথা ভেবে এবং তাঁদের সাহায্যার্থে সরকারের তরফে শুরু করা হয়েছে একটি দুর্দান্ত প্রকল্প। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

   

মূলত, আজ আমরা আপনাদের কাছে “যুবশ্রী” প্রকল্পের বিষয়ে জানাবো। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা আবেদন করলে প্রতি মাসে পেয়ে যেতে পারেন ১,৫০০ টাকা। তবে, তার জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে। পাশাপাশি, “যুবশ্রী” প্রকল্পে আবেদনের ক্ষেত্রে যেসমস্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলি হল, উচ্চ মাধ্যমিক মার্কশিটের কপি সহ অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট। এছাড়াও, ভোটার কার্ড, আধার কার্ড, সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রয়োজন। এমতাবস্থায়, এই প্রকল্পে আবেদনের পদ্ধতিটিও কিন্তু অত্যন্ত সহজ।

এইভাবে করতে হবে আবেদন:
১. এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে https://employmentbankwb.gov.in/-এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর “নিউ এনরোলমেন্ট জব সিকার” অপশনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের শর্তাবলী প্রদর্শিত হবে। এমতাবস্থায়, পরবর্তী অপশনে ক্লিক করলেই স্ক্রিনে আবেদনের ফর্মটি খুলে যাবে।

২. সেখানে আবেদনকারীর প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করে আপনার দেওয়া তথ্যগুলি সেভ করে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট আবেদনকারী সফলভাবে রেজিস্ট্রেশন করার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন।

money

মাথায় রাখতে হবে এই শর্তগুলি:
১. এই প্রকল্পের আওতায় একটি পরিবারের মাত্র একজন সদস্য আর্থিক সাহায্য পাবেন।
২. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৩. আবেদনকারীকে চাকরিপ্রার্থী হিসাবে তালিকাভুক্ত হতে হবে।
৪. আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণি এবং তার বেশি পাশ হতে হবে।
৫. যুবশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর