বিরাট সুখবর! বিনামূল্যে বছরে ৩ টি গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার, হল বড় ঘোষণা

   

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে হুহু করে দাম বাড়ছে জিনিসপত্রের। সাথে পাল্লা দিয়ে বাড়ছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) সহ  CNG ও PNG-র দাম। যার ফলে এই আকাশ ছোঁয়া দাম বৃদ্ধিতে সবচেয়ে বড় চাপ পড়ছে আমজনতার ওপরেই। শুধু তাই নয় লাগাতার যে হরে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তার ফলে চাপ পড়ছে মধ্যবিত্তের পকেটেও।

তবে এরই মাঝে বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়ার কথা ঘোষণা করে রাজ্যবাসীকে খুশির খবর দিল সরকার। ২০২৪-র  লোকসভার নির্বাচন মিটতে না মিটতেই একাধিক রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। এরইমাঝে এবার এলপিজি গ্যাস সংক্রান্ত একটা বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার।

এই মুহূর্তে কলকাতায়  ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম পড়ছে ৮২৯ টাকা। দিল্লিতে সেই গ্যাসের দাম পড়ছে ৮০৩ টাকা। চেন্নাইতেও ভর্তুকিহীন রান্নার গ্যাস কিনতে হচ্ছে ৮১৮.৫ টাকায়। তবে মুম্বইতে গ্যাস সিলিন্ডারের দাম ৮০২.৫ টাকা। অর্থাৎ হিসেব অনুযায়ী সবচেয়ে কম দাম মুম্বইতে। তবে এবার জনসাধারণের জন্য নেওয়া হল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এরই মধ্যে জানা যাচ্ছে  জন জনসাধারণের জন্য এবার বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে। শুক্রবার বিধানসভার রাজ্য বাজেট পেশ করেছেন মহারাষ্ট্রের (Maharashtra) উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ‘অন্য ছাত্রা যোজনা’র আওতায় আমরা প্রতিবছর প্রতিটি পরিবারকে বিনামূল্যে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করব।’

আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে বাড়বে বিপদ! বদলে গেল নিয়ম, গ্রাহকদের মাথায় হাত

তবে এই বিনামূল্যের গ্যাস সিলিন্ডার পাওয়ার শর্ত একটাই। এক্ষেত্রে  যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তারা ৩০০ টাকা কমে ১৪.২ কেজি কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন অর্থাৎ প্রতিটি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা করে পর ছাড় পাওয়া যাবে। সূত্রের খবর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় মুম্বাই ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৫০২.৫ টাকা।

blog paytm commercial lpg cylinders check prices and how to apply

যা  কলকাতায় আরও বেশি। কলকাতায়  এই দাম ৫২৯ টাকা পড়ছে। তবে অন্য কোনো প্রকল্পে নয় সিলিন্ডার পিছু এই দাম শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় পাওয়া যাবে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপ আসলে তুরুপের তাস হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতেই  রাজ্য বাজেটে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর